মঙ্গলবার, ১৪ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

শিরোনাম

গোপালগঞ্জে ১৪৪ ধারা ও কারফিউ প্রত্যাহার, মোট ৮টি মামলা দায়ের – অভিযান চলমান 

মো: শিহাব উদ্দিন, গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জ জেলায় রবিবার রাত ৮টার পর ১৪৪—ধারা ও কারফিউ বলবৎ থাকছে না। রাত সোয়া ৭টার দিকে জেলা প্রশাসনের মিডিয়া সেলের মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে। তবে, সার্বিক অবস্থা পর্যালোচনা করা হচ্ছে। পরিস্থিতি পর্যালোচনাপূর্বক পরবর্তী নির্দেশনা দেয়া হবে। এছাড়া, অপরাধীদের গ্রেফতারে আইন—শৃঙ্খলা বাহিনীর অভিযান চলমান থাকবে বলেও জানানো হয়েছে।

এদিকে, রবিবার সকাল ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত জারীকৃত ১৪৪ ধারা চলাকালীন কোথাও কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। জেলার আভ্যন্তরীণ রুটে বাস ভারী যানবাহন চলাচল করেনি। রিক্সা, ভ্যান, ইজিবাইকসহ ছোট ছোট যানবাহন চলতে দেখা গেছে। সরকারি, আধাসরকারি অফিস সহ শিক্ষাপ্রতিষ্ঠানগুলি খোলা ছিল। কাচাবাজার খোলা থাকলেও শহরের দোকানপাঠ, ব্যবসা—প্রতিষ্ঠান সব বন্ধ ছিল। জরুরী প্রয়োজন ছাড়া মানুষ ঘর থেকে বের হয়নি। রাস্তাঘাট অধিকাংশই ছিল ফাঁকা। পরীক্ষার্থী ছাড়া সাধারণ শিক্ষার্থীদেরকে স্কুলে যেতে দেখা যায়নি। অভিভাবকরাও সন্তানদের লেখাপড়া নিয়ে চিন্তিত হয়ে পড়েছেন। সাধারণ মানুষের মধ্যে চরমভাবে ছড়িয়ে পড়েছে মামলা আতংক। 

এদিকে, গোপালগঞ্জে এনসিপি’র পদযাত্রা ও সমাবেশ কেন্দ্রিক রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনায় এ পর্যন্ত আরও ৪টি মামলাসহ মোট ৮টি পৃথক মামলা দায়ের হয়েছে। প্রতিটি মামলায় পুলিশ বাদী হয়েছে। এরমধ্যে গোপালগঞ্জ সদর থানায়ই মামলা হয়েছে ৪টি। এরমধ্যে ২টি সন্ত্রাস দমন আইনে এবং ৪টি হত্যা—মামলা। এছাড়া কোটালীপাড়া ও কাশিয়ানী থানায় সন্ত্রাস দমন আইনে পৃথক ২টি মামলা দায়ের হয়েছে। এসব মামলায় ৮ হাজার ৪ শ’ ৪ জনকে আসামী করা হয়েছে। বিভিন্ন থানা থেকে নতুন ২৭ জনসহ জেলার পাঁচ উপজেলা থেকে এ পর্যন্ত মোট ৩ শ’ ১০ জনকে গ্রেফতার করা হয়েছে পুলিশ সূত্রে জানা গেছে। 

জেলার সার্বিক পরিস্থিতি শান্ত। আইন—শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর টহল রয়েছে। তবে কোন সাধারণ, নিরাপরাধ ব্যক্তি যেন হয়রানীর শিকার না হয় সেব্যাপারে ইতিমধ্যে প্রশাসনের পক্ষ থেকে নির্দেশনা দেয়া হয়েছে।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়