রবিবার, ১৬ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

শিরোনাম

হঠাৎ তীব্র ঘূর্ণিঝড়ে সিরাজগঞ্জ সদর উপজেলার বিভিন্ন গ্রামে ব্যাপক ক্ষয়ক্ষতি

সিরাজগঞ্জ প্রতিনিধি: মাত্র দুই থেকে তিন মিনিটের হঠাৎ তীব্র ঘূর্ণিঝড়ে সিরাজগঞ্জ সদর উপজেলার রতনকান্দি ইউনিয়নের চরচিলগাছা, চিলগাছা, বাহুকা ও ইটালি গ্রাম ব্যাপক ক্ষয়ক্ষতির মুখে পড়েছে। আজ মঙ্গলবার (১৫ জুলাই) দুপুর ২টার দিকে এই ঘটনা ঘটে। হঠাৎ শুরু হওয়া ঝড়ে গাছপালা ভেঙে পড়ে চলাচলের রাস্তা বন্ধ হয়ে যায় এবং বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। বাহুকা গ্রামের বাসিন্দা রহিম মিয়া বলেন, একবারে অদ্ভুত এক বিষয়।

কিছু বোঝার আগেই ঘূর্ণিঝড়ে সবকিছু শেষ হয়ে গেছে। এখন খোলা আকাশের নিচে আছি৷  চিলগাছা গ্রামের কৃষক মনু খান বলেন, ঘরের চাল তো উড়ে গেছেই৷ সাথে সাথে আমাী ফসলি জমি শেষ৷ অতর্কিত ঝড়ে নিঃস্ব হয়ে গেলাম অনেকটা।  চরচিলগাছা গ্রামের সোহাগ মন্ডল বলেন, হঠাৎ ঝড়ে আমাদের বাড়ির টিনের চাল উড়ে গেছিল।

প্রায় ২০০ মিটার ফাঁকে থেকে সেই চাল উদ্ধার করে নিয়ে আসছি।   রতনকান্দি ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য রফিকুল ইসলাম জানান, অসংখ্য টিনশেড ঘর ও গাছপালা ধসে পড়েছে। কিছু ঘর উড়ে গিয়েছে অনেক দূরে। রাস্তায় গাছ পড়ে যাওয়ায় চলাচল ও বিদ্যুৎ সরবরাহ পুরোপুরি বন্ধ হয়ে গেছে।

ঝড়ে এলাকার আবাদি জমির ফসল ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। সিরাজগঞ্জ সদর উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা মনোয়ার হোসেন জানান, ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে এসে দেখলাম তিন গ্রামের (চরচিলগাছা, চিলগাছা, বাহুকা)  ২০ টি পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে ১৫ টি পরিবার বেশি ক্ষতিগ্রস্ত৷ ইটালি গ্রামে যেয়ে সেটার বিষয়ে বলতে পারব।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়