শর্তসাপেক্ষে সাময়িক যুদ্ধবিরতির প্রস্তাব ইসরায়েলের


সংবাদের আলো ডেস্ক: হামাস যদি অস্ত্র জমা দেয়, তাহলে গাজায় সাময়িক যুদ্ধবিরতির প্রস্তাব দিতে পারে ইসরায়েল-এমন ইঙ্গিত দিয়েছেন দেশটির এক জ্যেষ্ঠ কর্মকর্তা। তবে হামাস সাড়া না দিলে সামরিক অভিযান চলতে থাকবে বলেও জানিয়েছেন তিনি।
গাজা উপত্যকার দক্ষিণাঞ্চলীয় শহর খান ইউনিসে ইসরায়েলি বাহিনীর এক সনো নিহত হয়েছেন। অভিযানের সময় হামাস যোদ্ধারা তাকে অপহরণের চেষ্টা করেছিল বলে দাবি করেছে ইসরায়েল।
এদিকে পশ্চিম তীরে এক ইসরায়েলি সেনা ছুরিকাঘাতে আহত হয়েছেন এবং গাজায় কেরেম শালোম ক্রসিং দিয়ে ১ লাখ ৫২ হাজার লিটার জ্বালানি সরবরাহ করা হয়েছে।
অন্যদিকে, ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস যুক্তরাষ্ট্রকে জানিয়েছেন, হামাসের সঙ্গে যুদ্ধবিরতির বিষয়ে কোনো আলোচনায় ফিলিস্তিনি কর্তৃপক্ষকে বাদ রাখা যাবে না। সৌদি আরব এই অবস্থানকে সমর্থন জানিয়েছে।
তথ্যসূত্র : দ্য জেরুজালেম পোস্ট
সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।