নওগাঁ জেলা বিএনপির লিফলেট বিতরণ ও গণসংযোগ কর্মসূচি অনুষ্ঠিত


নওগাঁ প্রতিনিধি: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা কর্মসূচি এবং ধানের শীষের পক্ষে জনমত গঠনের লক্ষ্যে নওগাঁ জেলা বিএনপির উদ্যোগে আজ মঙ্গলবার বিকেল ৫টায় শহরের বিভিন্ন এলাকায় লিফলেট বিতরণ করা হয়।
কর্মসূচির নেতৃত্ব দেন নওগাঁ জেলা বিএনপির সভাপতি আবু বক্কর সিদ্দিক নান্নু। তার সঙ্গে ছিলেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক নুর-ই আলম মিঠু ও খায়রুল আলম গোল্ডেন, নওগাঁ জেলা বিএনপির সাবেক সদস্য সচিব বাইজিদ হোসেন পলাশ,নওগাঁ পৌর বিএনপির সভাপতি ডা. মিজানুর রহমান,জেলা যুবদলের আহ্বায়ক মাসুদ হায়দার টিপু, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মানিকসহ বিএনপির অন্যান্য অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এ সময় নওগাঁ জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক নুর-ই আলম মিঠু বলেন, তারেক রহমান বলেছেন ইতিহাসের সবচেয়ে কঠিন নির্বাচন হবে এবার। তাই সকলকে সতর্ক ও ধৈর্য্য ধারণ করতে হবে। সাধারণ মানুষের মন জয় করাই হবে বিএনপির নেতাকর্মীদের লক্ষ্য ও উদ্দেশ্য। কারণ মানুষের মাঝে একটি পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। এলাকার মানুষ অনেক আগ্রহ নিয়ে অপেক্ষা করছে ধানের শীষে ভাোট দিয়ে বিএনপিকে ক্ষমতায় নিয়ে আসতে। কাজেই মানুষের প্রত্যাশার কাছে দলের ও নিজের অবস্থান তুলে ধরতে হবে।
আশা করছি দল যোগ্য ব্যক্তিকে মনোনয়ন দিবেন। তাই আপনারা বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের জন্য দোয়া করবেন।
সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।