আলফাডাঙ্গায় স্প্রে মেশিন বিতরণে ধানক্ষেতে কৃষকের মাঝে কৃষি কর্মকর্তা ও ইউএনও


আলমগীর কবির ,আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের আলফাডাঙ্গায় ধানক্ষেতে গিয়ে কৃষকদের মাঝে স্প্রে মেশিন বিতরণ করেন উপজেলা কৃষি কর্মকর্তা তুষার সাহা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা( ইউএনও) রাসেল ইকবাল। বৃহস্পতিবার(৩ জুলাই) বিকাল পর্যন্ত উপজেলার বিভিন্ন অঞ্চলে গিয়ে এসব স্প্রে মেশিন বিতরণ করা হয়।
সংশ্লিষ্ট কৃষি অফিস সূত্রে জানা যায়, উপজেলা প্রশাসনের উদ্যোগে এবং উপজেলা কৃষি অফিসের সহযোগিতায় ১২৫ জন কৃষক মাঝে এ মেশিন বিতরণ করা হয়েছে। একটি স্প্রে মেশিনের মূল্য প্রায় ১৬ শত টাকা।
স্প্রে মেশিন পাওয়া গোপালপুর ইউনিয়নের পবনবেগ গ্রামের বাসিন্দা কৃষক দুলাল সহ একাধিক কৃষক বলেন, আমাদের সহায়ক হিসেবে সংশ্লিষ্ট কৃষি দপ্তরের কর্মকর্তা ও ইউএনও স্যার সার্বিক সহযোগিতা ও সরকারের সকল প্রকার সুবিধা বরাবরই দিয়ে থাকেন । এজন্য আমরা খুবই খুশি ও আনন্দিত। তাদের এই ভাল মানসিক চিন্তা চেতনার অগ্রগতি সব ক্ষেত্রেই সাফল্য ও গৌরবময় উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে এটাই সৃষ্টিকর্তার কাছে আমাদের কাম্য।
উপজেলা কৃষি কর্মকর্তা তুষার সাহা জানান, স্প্রে মেশিনের গুরুত্ব অপরিসীম, বিশেষ করে কৃষি ও বাগানে। এটি কীটনাশক, সার, এবং অন্যান্য তরল পদার্থ সঠিক ও কার্যকরভাবে স্প্রে করতে ব্যবহৃত হয়, যা ফসল রক্ষা, রোগ নিয়ন্ত্রণ এবং উৎপাদনশীলতা বৃদ্ধিতে সাহায্য করে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা রাসেল ইকবাল বলেন,গ্রামে বসবাসকারীদের ৯০ শতাংশই প্রত্যক্ষ ও পরোক্ষভাবে কৃষির উপর নির্ভরশীল।কৃষক হচ্ছে দেশের অর্থনীতির প্রধান চালিকাশক্তি।তাই কৃষিকাজে জন্য প্রশাসনের পক্ষ থেকে সামান্য সহযোগিতা করা হয়েছে। তিনি আরো বলেন, কৃষকরা দেশের খাদ্য উৎপাদনের প্রধান উৎস। তাই কৃষকদের যথাযথ মূল্যায়ন করা , তাদের প্রাপ্য পৌঁছে দেওয়া আমাদের একান্ত কাম্য।
সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।