কাজিপুরে নগদ অর্থ সহায়তা ও গাছের চারা বিতরণ


কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের কাজিপুরে অতিদরিদ্র পরিবারকে স্বাবলম্বী করতে নগদ অর্থ সহায়তা ও গাছের চারা বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার সকাল দশটায় উপজেলার মহিষামুড়া চৌরাস্তায় জাগরণ পরিবার উন্নয়ন সংস্থার আয়োজনে এই সহায়তা প্রদান করা হয়। সংস্থাটি একশ পরিবারের মাঝে চারটি করে মোট চারশ ফলদ ও বনজ বৃক্ষের চারা বিতরণ করে।
একই সাথে ২০ টি পরিবারকে স্বাবলম্বী করতে ছাগল ক্রয় বাবদ প্রত্যেককে নগদ পাঁচ হাজার করে টাকা প্রদান করেছে। এসময় উপস্থিত ছিলেন স্থানীয় জনপ্রতিনিধি হারুনার রশিদ, সংস্থাটির নির্বাহী পরিচালক আমিনুল ইসলাম, ব্যবস্থাপনা পরিচালক মনিরুজ্জামান মনির, কর্মসূচি সংগঠক আবু রায়হান, শাখা ব্যবস্থাপক শাকিল আহমেদ, মাঠ সমন্বয়কারী তানভীর রহমান, কাজিপুর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সহকারি অধ্যাপক আবদুল জলিল প্রমূখ।
সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।