কালীগঞ্জে পচা মাংস বিক্রির অভিযোগে ব্যবসায়ীর এক মাসের বিনাশ্রম কারাদণ্ড


নুরুল ফেরদৌস, ( লালমনিরহাট) প্রতিনিধি : লালমনিরহাট জেলা কালীগঞ্জ উপজেলায় কাকিনা বাজারে পচা মাংস বিক্রির অপরাধে শাহজালাল ইসলাম সাদা (৩২)নামের এক মাংস বিক্রেতাকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (১০ জুন) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার কাকিনা বাজারে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাকিয়া সুলতানা এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। অভিযোগ জানা যায়, দীর্ঘদিন ধরে শাহজালাল ইসলাম সাদা তার দোকানে আগরবাতি জ্বালিয়ে পচা ও বাসি মাংস বিক্রি করে আসছিলেন।
স্থানীয়রা জানান, মঙ্গলবার বিকালে কাকিনা বাজার থেকে মাংস কিনে নিয়ে যান তাজুল ইসলামসহ আরো কয়েকজন। বাসায় গিয়ে মাংসের প্যাকেট খুলতেই দুর্গন্ধ বেরিয়ে আসে। পরে ওই মাংস দোকানে নিয়ে আসলে মাংস বিক্রেতার সঙ্গে বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে স্থানীয়রা মাংস বিক্রেতাকে ঘিরে রাখে। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা কে খবর দিলে ভ্রাম্যমাণ আদালত বসানো হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকিয়া সুলতানা বলেন, খবর পেয়ে মাংস বিক্রেতাকে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে এক মাসের জেল দেওয়া হয়েছে, এরকম অভিযান অব্যাহত থাকবে
সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।