বুধবার, ১৫ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

শিরোনাম

দুর্গাপুরে বৃদ্ধের ঝুলন্ত মরদেহ উদ্ধার

রাজেশ গৌড়, দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি: নেত্রকোনার দুর্গাপুর উপজেলার কাকৈরগড়া ইউনিয়নের নাগপুর গ্রাম থেকে আবু তাহের (৬০) নামের এক বৃদ্ধের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (০৭ মে) রাতে বাড়ির উত্তর পাশের চালতা গাছ থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়। তিনি নাগপুর গ্রামের মৃত আব্দুল হামিদের ছেলে।

পুলিশ ও স্থানীয় সুত্রে জানাগেছে, অন্যান্য দিনের মতো রাতের খাওয়া-দাওয়া শেষে সবাই ঘুমিয়ে পড়েন। রাতে নিহতের স্ত্রী সুফিয়া খাতুন (৫০) এর ঘুম ভেঙ্গে তিনি দেখেন তার স্বামী তার পাশে নেই। তখন ঘর থেকে বের হয়ে খুঁজতে থাকলে এক পর্যায়ে দেখতে পান, বাড়ির উত্তর পাশে চালতা গাছে তাঁর নিথর দেহ ঝুলছে। পরবর্তিতে তার ডাক চিৎকারে এলাকার লোকজন ছুটে এসে পুলিশকে খবর দেয়। পরবর্তিতে পুলিশ এসে ঘটনাস্থল পরিদর্শন শেষে লাশের সুরতহাল রিপোর্ট তৈরী করেন।

নিহতের আত্মীয় মজিবুর রহমান জানান, আবু তাহের দীর্ঘদিন ধরে মানুষিক ভারসাম্যহীনতায় ভুগছিলেন। তার চিকিৎসাও চলছিলো। রাতে উনার স্ত্রীর ডাক-চিৎকারে গিয়ে দেখি চালতা গাছের সাথে ঝুলে আছে মরদেহ। পরে পুলিশ কে খবর দিলে, পরবর্তিতে পুলিশ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করেন।

এ নিয়ে দুর্গাপুর থানার ওসি তদন্ত আসাদুজ্জামান বলেন, ইতোমধ্যে লাশ ময়নাতদন্তের জন্য নেত্রকোনা মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট প্রাপ্তি সাপেক্ষে পরবর্তি ব্যবস্থা নেয়া হবে।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়