মঙ্গলবার, ১৭ই জুন, ২০২৫ খ্রিস্টাব্দ

শিরোনাম

রট ব্যবসায়ীকে দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে নারীর সাথে আপত্তিকর ছবি ধারণের ভয় দেখিয়ে মুক্তিপণ দাবি

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের উল্লাপাড়ায় দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে নারীর সাথে আপত্তিকর ভিডিও এবং ছবি ধারণের ভয় দেখিয়ে এক ব্যবসায়ীর কাছে থেকে টাকা আদায়ের অভিযোগ উঠেছে। 

এ বিষয়ে ভুক্তভোগী উল্লাপাড়া মডেল থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছে। জানা যায় বেলকুচির চন্দরগাতী গ্রামের আব্দুস ছামাদ এর ছেলে ইশারুল্লাহ রড সিমেন্ট ব্যবসায়ী উল্লাপাড়ায় মালামাল বিক্রি করেন। সিমেন্টের টাকা কালেকশন করে মোটরসাইকেল নিয়ে বাড়ি যাওয়ার সময় বৃহস্পতিবার (৫ জুন) বেলা ১১ টার দিকে উল্লাপাড়া উপজেলার সোনতলা সেতুর পশ্চিম পাশে থেকে তাকে দেশীয় অস্ত্র ধরে জিম্মি করে পারসোনতলা গ্রামের শাহজাহান আলীর ছেলে নাসির উদ্দীন (৩৩), জাফরের ছেলে আকাশ (২৬) নুরুল ইসলাম এর ছেলে দানিয়েল (৩৫) সহ আরো ১০/১৫ জন ব্যক্তি।

সেখান থেকে পারসোনতলা করতোয়া নদীর পাড়ে শ্মশানের একটি কক্ষে রেখে মারধর করে কাছে থাকা ২ লাখ ৪০ হাজার টাকা ছিনিয়ে নেয়। সেই সঙ্গে আরো ১০ লাখ টাকার দাবি করে শারীরিক নির্যাতন করতে থাকে এবং নাসির এর স্ত্রী রোকেয়া ইসলাম রাত্রি (২৫) কে নিয়ে এসে তাদের দাবিকৃত টাকা না দিলে আপত্তিকর ছবি এবং ভিডিও ধারণের ভয় দেখায়। অভিযোগ উঠেছে এই নাসির চক্রটি বিভিন্ন লোকজন কে জিম্মি করে তার স্ত্রী কে দিয়ে আপত্তিকর ভিডিও এবং ছবি ধারণ করে টাকা আদায় করে। 

এ বিষয়ে ভুক্তভোগী ইশারুল্লাহ্ বলেন সে উল্লাপাড়ায় রড সিমেন্ট বিক্রির টাকা কালেকশন করে বাড়ি ফিরছিলেন। সোনাতলা সেতুর পশ্চিম পাশে থেকে তার মোটরসাইকেল গতিরোধ করে নাসির উদ্দীন সহ আরো ১০/১৫ জন ব্যক্তি অস্ত্রের মুখে জিম্মি করে নিয়ে যায়। পরে পারসোনতলা করতোয়া নদীর পাড়ে শ্মশানের পাশে আটকে রেখে প্রথমে ২ লাখ ৪০ হাজার টাকা নেয়। পরবর্তী আরো ১০ লাখ টাকা দাবি করে এবং তার স্ত্রী কে নিয়ে এসে আপত্তিকর ছবি এবং ভিডিও ধারণের ভয় দেখায় টাকা না দিলে। সেখান থেকে তার বাড়িতে যোগাযোগ করলে স্থানীয় লোকজনের সহায়তায় মুক্তি পান তিনি। তবে তাকে ব্যপক মারধর করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি। 

স্থানীয়রা জানান, নাসির উদ্দিন প্রতারক চক্রের সদস্য তারা বিভিন্ন সময় অসহায় মানুষদের জিম্মি করে মুক্তিপণ দাবি করে। মুক্তিপণ দিতে অস্বীকার করলে তখন তার স্ত্রী কে নিয়ে এসে আপত্তিকর ছবি এবং ভিডিও ধারণের ভয় দেখিয়ে মুক্তিপণের টাকা হাতিয়ে নেয়। এ বিষয়ে নাসির উদ্দিনের সাথে ফোনে যোগাযোগের সাথে চেষ্টা করা হলে তিনি ফোন রিসিভ করেননি। এ বিষয়ে উল্লাপাড়া মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা রাকিবুল হাসান বলেন অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়