অবশেষে ২২ দিন পর আলফাডাঙ্গায় নতুন ওসির যোগদান


আলমগীর কবির , আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি: অবশেষে ২২ দিন পর ফরিদপুরের আলফাডাঙ্গা থানায় নতুন ওসি হিসেবে যোগদান করলেন মো. শাহজালাল আলম। বুধবার (৪ জুন) রাত ১১ টার দিকে নতুন ওসি হিসেবে আলফাডাঙ্গা থানায় যোগদান করেন তিনি।
এর আগে তিনি ফরিদপুর জেলা পুলিশের বিশেষ শাখা (ডিএসবি)-তে ডিআইও-১ পদে কর্মরত ছিলেন। জানা গেছে, আলফাডাঙ্গা থানা থেকে আওয়ামী লীগ নেতা পালানোর দায়ে গত ১৩ মে তৎকালীন ওসি হারুন-অর রশীদকে স্ট্যান্ড রিলিজ করা হয়।
তারপর ওসি’র পদটি শূন্য থাকায় থানার উপ পরিদর্শক (এসআই) সুজন বিশ্বাস দায়িত্ব পালন করেন।এরপর ২২দিন পরে নতুন ওসি হিসেবে ৪ জুন বুধবার যোগদান করেন মো. শাহজালাল আলম। জানতে চাইলে নবাগত ওসি মো. শাহজালাল আলম বলেন, আলফাডাঙ্গা উপজেলার আইনশৃঙ্খলা রক্ষার্থে মাদক, ইভটিজিং থেকে শুরু করে যে কোন অপরাধক হোক না কেন সেটি ছাড় দেওয়া হবে না।
তিনি আরো বলেন, আলফাডাঙ্গা থানার আইনশৃঙ্খলা সংক্রান্ত অপরাধমুক্ত করতে আলফাডাঙ্গা বাসীর সহযোগিতা কামনা করছি।
সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।