মঙ্গলবার, ২১শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

শিরোনাম

গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা না হলে মিডিয়া স্বাধীন হবে না: আমীর খসরু

সংবাদের আলো ডেস্ক: বাংলাদেশে যতদিন পর্যন্ত গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা না হবে, মিডিয়া ততদিন স্বাধীন হবে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।

সোমবার (২৫ মে) সকালে রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, মুক্ত ও নিরপেক্ষ গণমাধ্যম প্রতিষ্ঠায় রাজনীতিকদের আরও সহনশীল হওয়া জরুরি। বিগত আন্দোলন ছিল সাংবিধানিক এবং গণতান্ত্রিক অধিকার ফেরত পাওয়ার জন্য। তবে সেই অবস্থায় এখনো যাওয়া সম্ভব হয়নি। গণতন্ত্রের ঘাটতির কারণে গণমাধ্যমের ওপর চাপ বাড়ছে। অগণতান্ত্রিকভাবে যারা ক্ষমতায় থাকে, তারাই মূলত মিডিয়াকে চাপে রাখে। সাংবাদিকদের সাহসী অবস্থান থাকলে গণমাধ্যমের ভবিষ্যৎ ভালো হবে।

‘গণতান্ত্রিক সরকার ছাড়া কোনো কিছুতেই সংস্কার কাজ করবে না। গণতান্ত্রিক অর্ডারের জন্য সবার ঐক্যবদ্ধ থাকতে হবে, নয়তো সংকট কাটবে না’, যোগ করেন তিনি।

আমীর খসরু বলেন, আগামীর ঐক্য হবে গণতন্ত্র ও স্বাধীনতার জন্য। এজন্য মানুষের জন্য দায়বদ্ধ সরকার দরকার। এ সময় সুষ্ঠু নির্বাচন যতদিন দেরি হবে, দেশে ততই সংকট বাড়বে।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়