কালীগঞ্জে ঝড়ে ক্ষতিগ্রস্ত ২৪ পরিবারের মাঝে ঢেউটিন বিতরণ


নুরুল ফেরদৌস, লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের কালীগঞ্জে কালবৈশাখী ঝড়ে ক্ষতিগ্রস্ত ২৪ টি পরিবারের মাঝে সরকারি সহায়তা হিসেবে গৃহ নির্মাণের জন্য ২৫;বান্ডিল ঢেউটিন এবং ৩ হাজার টাকার চেক বিতরণ করেছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়।
বুধবার (২১ মে) দুপুরে উপজেলা পরিষদ চত্ত্বরে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে এসব ঢেউটিন ও টাকার চেক বিতরণ করা হয়। এতে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জাকিয়া সুলতানা ঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের হাতে সরকারি সহায়তার এসব ঢেউটিন ও টাকার চেক তুলে দেন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এইচ.এম মাজহানুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা তুষার কান্তি রায়, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক তিতাস আলম প্রমুখ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাকিয়া সুলতানা জানান, কালবৈশাখী ঝড়ে ক্ষতিগ্রস্ত এলাকা সরেজমিমে পরিদর্শন করি। জনপ্রতিনিধিদের মাধ্যেমে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর তালিকা অনুযায়ী উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ঢেউটিন ও অর্থ সহায়তা প্রদান করা হয়
সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।