বৃহস্পতিবার, ২২শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ

শিরোনাম

ময়মনসিংহের ভালুকায় সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত

ময়মনসিংহ প্রতিনিধি: ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের হাজিরবাজার এলাকায় একটি ট্রাক সড়কের পাশে দাঁড়িয়ে চাকা মেরামত করছিল।  এ সময় ময়মনসিংহগামী একটি পিকআপ দাঁড়িয়ে থাকা ট্রাকটিকে পেছন থেকে ধাক্কা দেয়। ধাক্কায় পিকআপের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই পিকআপের যাত্রী, মুক্তাগাছা উপজেলার বানিয়াকাজি গ্রামের মাছ ব্যবসায়ী মোস্তফা কামাল (৪৫) নিহত হন।  পিকআপটি রাজধানীর আব্দুল্লাহপুরে মাছ নামিয়ে ফেরার পথে দুর্ঘটনাটি ঘটে।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, চালক ঘুমিয়ে পড়ায় এই দুর্ঘটনা ঘটে। অপর দিকেসিডস্টোর এলাকায় মোটরসাইকেলের ধাক্কায় পথচারীর মৃত্যু সকাল ১০টার দিকে ভালুকা উপজেলার সিডস্টোর এলাকার অরিওন কারখানার সামনে রাস্তা পার হওয়ার সময় সবুজ মিয়া (৪৫) নামের এক পথচারীকে একটি অজ্ঞাত মোটরসাইকেল ধাক্কা দেয়।  তিনি গুরুতর আহত অবস্থায় ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। নিহত সবুজ মিয়া ভালুকা উপজেলার বর্তা গ্রামের জবান আলীর ছেলে।

ভরাডোবা হাইওয়ে থানার ওসি জাহাঙ্গীর আলম জানান, দুটি দুর্ঘটনার পর সংশ্লিষ্ট যানবাহনগুলো জব্দ করা হয়েছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। এই দুটি দুর্ঘটনা স্থানীয়দের মধ্যে শোকের ছায়া ফেলেছে এবং সড়ক নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়িয়েছে।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়