শনিবার, ১৭ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ

শিরোনাম

দুর্গাপুর উপজেলা ও পৌর শাখা পূজা উদযাপন পরিষদের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

রাজেশ গৌড়, দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি: বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ নেত্রকোনার দুর্গাপুর  উপজেলা ও দুর্গাপুর পৌর শাখা’র দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার  দুপুরে উপজেলা পূজা উদযাপন পরিষদের আয়োজনে দশভূজা বাড়ি মন্দির চত্বরে এ দ্বি-বার্ষিক সম্মেলন হয়। 

সম্মেলনে উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি এডভোকেট  মানেশ চন্দ্র সাহার সভাপতিত্বে ও সাংবাদিক  ধনেশ পত্রনবীশের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্যে রাখেন জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি জ্ঞানেশ চন্দ্র সরকার। প্রধান বক্তা হিসেবে বক্তব্যে রাখেন জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক শিক্ষক লিটন চন্দ্র পন্ডিত। স্বাগত বক্তব্যে রাখেন উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক নির্মলেন্দু সরকার।  এছাড়াও উপজেলার বিভিন্ন মন্দির কমিটির নেতৃবৃন্দ বক্তব্যে রাখেন। 

পরবর্তীতে জেলা কমিটির সভাপতিত্বে ও সাধারণ সম্পাদকের পরিচালনায় ২য় অধিবেশনে পূর্বের কমিটি বিলুপ্ত করা হয়৷ এরপর সর্ব সম্মতিক্রমে   এডভোকেট মানেশ চন্দ্র সাহা কে সভাপতি ও নির্মলেন্দু সরকার বাবুল কে  সাধারণ সম্পাদক এবং বিদ্যুৎ সরকার কে সাংগঠনিক সম্পাদক করে উপজেলা পূজা উদযাপন পরিষদের কমিটি গঠন হয়।

সর্ব সম্মতিক্রমে সুরঞ্জন পন্ডিত কে   সভাপতি ও অসীম সাহা  কে  সাধারণ সম্পাদক এবং টুকন সরকার কে সাংগঠনিক সম্পাদক করে পৌর পূজা উদযাপন পরিষদের কমিটি গঠন হয়।  জেলা কমিটি  ৫১ সদস্য বিশিষ্ট এ কমিটির অবশিষ্ট পদগুলো আগামী ৭দিনের মধ্যে পূরণের  নির্দেশনা দেন। নব গঠিত কমিটির নেতৃবৃন্দ সনাতন ধর্মাবলম্বীদের সমমর্যাদা, সমঅধিকার নিশ্চিতকরণসহ অসাম্প্রদায়িক উপজেলা  গঠনে কাজ করবে বলে জানান।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়