গোবিন্দগঞ্জে মাছের গাড়ি উল্টে নিহত ১


গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি: গাইবান্ধার গোবিন্দগঞ্জে মাছের গাড়ি উলটে একজনের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার সকালে পৌর এলাকর গাইবান্ধা মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তি পৌর এলাকার ববনপুর গ্রামের ম্যাছ ব্যবসায়ী অমল। অমলের প্রতিবেশী সুমন কুমার দাস জানান, মাছ ব্যবসায়ী অমল পাশের একটা পুকুর থেকে মাছ নিয়ে ফিরছিলো। গাইবান্ধা মোড়ে আসার পর মাছের গাড়িটি হঠাৎ উলটে যায়।
মাছের গাড়ির মোটরের গরম পানিতে তার মুখ ও চোখের অংশ পুড়ে যায়। তাকে উদ্ধার করে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু ঘটে।
সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।