বুধবার, ১৪ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ

শিরোনাম

গোবিন্দগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির ডিলারদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

গোবিন্দগঞ্জ প্রতিনিধি: গাইবান্ধার গোবিন্দগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির ডিলার, স্থানীয় জনপ্রতিনিধি ও গণমাধ্যমকর্মীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার বিকাল ৩টায় উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কার্যালয়ের আয়োজনে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈয়দা ইয়াসমিন সুলতানা।

এসময় বক্তব্য রাখেন, গোবিন্দগঞ্জ পৌর বিএনপির সভাপতি ও প্রেসক্লাব সভাপতি রবিউল কবির মনু, সাধারণ সম্পাদক আবু জাফর লেলিন, রাজাহার ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম, শাখাহার ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর কবির, গোবিন্দগঞ্জ রিপোর্টাস ফোরাম সভাপতি রফিকুল ইসলাম মন্ডল,গোবিন্দগঞ্জ সাংবাদিক এ্যাসোসিয়েশনের সভাপতি মাহমুদ খান, খাদ্যবান্ধব কর্মসূচির ডিলার রেজাউল ইসলাম,বিশিষ্ট ব্যবসায়ী ফয়জুল ইসলাম , জামায়াতে ইসলামি যুব বিভাগের পৌর শাখার সাধারন সম্পাদক ওমর ফারুক,ডিলার মিলন সরকারসহ স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

এ সভায় খাদ্যবান্ধব কর্মসূচি বাস্তবায়নে ডিলারগণ তাদের মতামত ও বিভিন্ন চ্যালেঞ্জ তুলে ধরেন এবং প্রশাসনের পক্ষ থেকে তাদের সমস্যা সমাধানে আশ্বাস দেওয়া হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দা ইয়াসমিন সুলতানা বলেন, খাদ্যবান্ধব কর্মসূচি দেশের অসহায় ও নিম্ন আয়ের মানুষের জন্য একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ। এ কর্মসূচির সফল বাস্তবায়ন নিশ্চিত করতে ডিলারদের স্বচ্ছতা ও নিষ্ঠার সঙ্গে কাজ করতে নির্দেশনা প্রদান করা হয়।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়