ব্যাগরোর ইনডিয়ান কিং ৩৩বি৫৫ জাতে বাজিমাত


গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধা জেলার ভুট্টা চাষে কৃষকদের আগ্রহী করতে মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। (১১ মে ) রবিবার দুপুরে প্রখর রোদ্রে ব্যাগরো কোম্পানি লিমিটেড এর আয়োজনে মাঠ দিবস অনুষ্ঠিত হয়। কুড়িগ্রাম ও গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলার তারাপুরের বেকরির চরে ও উলিপুর উপজেলার দূর্গাপুর ইউনিয়নের বিরাইম চরে যৌথভাবে ভুট্টার প্রদর্শনীর ও মাঠ দিবসে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাগরো কোম্পানি লিমিটেড এর ডিএমএম মোঃ আবু হাসানুল হুদা রাশেদ,ডিলার ইব্রাহীম মিয়া,উপ-সহকারি কৃষি কর্মকর্তা মনজুরুল,কৃষক আবু তালেব,খগেন, মৃদুল, মেম্বার রাজু আহম্মদ, সোহেল,প্রমুখ।
প্রধান অতিথি তার বক্তব্যে ভুট্টা চাষের নিয়ম, উপকারিতা, ব্যবহার, উৎপাদন খরচ, বিক্রি নিয়ে কৃষকদের সাথে সার্বিক আলোচনা করেন।এ সময় তিনি বলেন অন্যান্য কৃষি থেকে ভুট্টা চাষে খরচ কম এবং লাভ বেশি তাই তিনি সকলকে ভুট্টা চাষে মনোযোগী হওয়ার পরামর্শ দেন। আর সেই ক্ষেত্রে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সার্বিক সহযোগিতা করবে বলেও তিনি জানান। অর্থনৈতিক সম্ভাবনাময় জেলা হিসাবে পরিচিত হচ্ছে গাইবান্ধা ও কুড়িগ্রাম জেলা। দিন দিন ভুট্টার আবাদ বাড়ছে।
গতবারে দাম ভাল পাওয়ায় ভুট্টা চাষে ঝুকছে কৃষকেরা।
সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।