শনিবার, ১০ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ

শিরোনাম

সাটুরিয়ায় হামলাকারীর বিচারের দাবিতে মানববন্ধন

এএস সফিক, সাটুরিয়া (মানিকগঞ্জ): মানিকগঞ্জের সাটুরিয়ার দরগ্রাম ইউনিয়নে ফজল হক ও আনোয়ারা বেগমের উপর হামলাকারীর বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেল (৯ মে) ৩ টায় উপজেলার তেবারিয়া এলাকায় গ্রামবাসী ও ভুক্তভোগী পরিবার মানববন্ধনের আয়োজন করে। এর আগে গত মঙ্গলবার জমি সংক্রান্ত বিরোধ ও পূর্ব শত্রুতার জের ধরে সেনা সদস্য ভাতিজার হাতে চাচা ও চাচি বেধরক মারপিটের শিকার হন। ঘটনায় মো. ফজল হক ও আনোয়ারা বেগম দুইজন গুরুতর আহত হয়।

ভুক্তভোগীর পরিবার সূত্রে জানা যায়,  মঙ্গলবার বসত বাড়ীর সীমানায় থাকা একটি কাঁঠাল গাছ কাটা নিয়ে তেবারিয়া এলাকার পাষাণ আলী ও তার সেনা সদস্য ছেলে হোসেন আলী ফজল হক ও তার স্ত্রী আনোয়ারা বেগমকে বাঁশের লাঠি ও ধারালো দা দিয়ে  আঘাত করে। ঘটনাস্থলে ফজল হক ও আনোয়ারা বেগম গুরুতর আহত হয়।  স্থানীয়রা ফজল হক ও আনোয়ার বেগমকে মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। হাসপাতালে কর্মরত ডাক্তার ফজল হকের শারীরিক অবস্থা অবনতি দেখে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করে। বর্তমানে তিনি মুমূর্ষ অবস্থায় চিকিৎসাধীন আছে।

এ বিষয়ে অভিযুক্ত সেনা সদস্য হোসেন আলীর বক্তব্য নিতে তার বাড়িতে গেলে তার বাড়ির ঘরগুলো তালাবদ্ধ পাওয়া গেছে। সাটুরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহিনুল ইসলাম জানান, এ ঘটনায় থানায় মামলা হয়েছে। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়