গোপালগঞ্জে গলায় ফাঁস দিয়ে কিশোরীর আত্মহত্যা


গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জ শহরস্থ ইসলামবাগ, নামক স্থানে আলেয়া (১৩), পিতা-আহাদ মুন্সী , সাং-বর্ণী, টুঙ্গীপাড়া, গোপালগঞ্জ, নামক এক কিশোরী ভাড়া বাসার আঁড়ার সাথে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। জানা যায় আজ ০৭ মে,আনুমানিক সকাল ১০ ঘটিকার সময় , মৃত আলেয়া ঢাকায় পরিচারিকার কাজ করতো কিছুদিন আগে এসে বোনের সাথে ইসলামবাগ, গোপালগঞ্জ বাস করতো। অন্য গ্রামের কালু শেখ,পিতা -অজ্ঞত সাথে প্রেমের সম্পর্ক ছিল। তার বড় বোনের কাছে জানা যায়, আলেয়া কালুর সাথে মাঝে মাঝে ঘুরতে যেতেন।
বিয়ের প্রতিশ্রুতিতে তার সাথে ঘনিষ্ঠ সম্পর্ক হয় এখন প্রেমিক বিবাহ করতে অস্বীকৃতি জানালে আত্মহত্যা করা হতে পারে মর্মে প্রাথমিকভাবে ধারনা করা হয়। পরবর্তীতে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। বর্তমানে মৃতের লাশ গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে রয়েছে।
সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।