বৃহস্পতিবার, ৮ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ

শিরোনাম

ওয়ান স্টপ ক্রাইসিস সেলকে নির্যাতিতার পক্ষে ভুমিকা নারী ,শান্তি ও নিরাপত্তা বিষয়ক স্টিয়ারিং কমিটির সভা

নেত্রকোনা প্রতিনিধি: জাতিসংঘের নিরাপত্তা পরিষদের ১৩২৫ রেজুলেশনের ভিত্তিতে ওয়ান স্টপ ক্রাইসিস সেলকে নির্যাতিতার পক্ষে ভুমিকা বিষয়ক নারী, শান্তি ও নিরাপত্তা বিষয়ক জাতীয় কর্ম পরিকল্পনা বাস্তবায়নের উদ্দেশ্যে গঠিত নেত্রকোনায় উপজেলা স্টিয়ারিং কমিটির অষ্টম সভা অনুষ্ঠিত হয়েছে। 

বুধবার (৭ মে) দুপুরে পৌর শহরের কাটলী এলাকায় নারী প্রগতি সংঘের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়েছে। 

বাংলাদেশ নারী প্রগতি সংঘ কতৃর্ক বাস্তবায়নাধীন টেকসই শান্তিতে অবদান রাখতে বাংলাদেশী নারীদের ক্ষমতায়ন” শীর্ষক প্রকল্পের আওতায় নেত্রকোনা সদর উপজেলার সরকারী কর্মকর্তা, আইন শৃংখলা রক্ষাকারী বাহিনীর সদস্য, নারী নেত্রী, শিক্ষক, সংস্কৃতি কর্মী স্থানীয় সরকার ও যুব প্রতিনিধিদের নিয়ে উপজেলা ষ্টিয়ারিং কমিটি গঠন করা হয়। 

উক্ত সভায় পূর্বে গৃহীত কর্মপরিকল্পনা অনুযায়ী অগ্রগতি ও ভবিষ্য করনীয় বিষয়ে পরিকল্পনা গ্রহণ সহ জেন্ডার সমতা,  উপজেলা পযার্য়ে নারী ও মেয়েদের উপর সংঘাত ও সহিংসতার প্রভাব এবং শান্তি বিনির্মাণ প্রক্রিয়ায় নারীর অংশগ্রহণ নিয়ে বিশদভাবে আলোচনা অনুষ্ঠিত হয়।

তাছাড়া স্থানীয় পর্যায়ে নারীর সমস্যা,নিরাপত্তাহীনতা ও প্রতিবন্ধকতা চিহ্নিতকরনের মাধ্যমে সমাধানের জন্য বিস্তারিত আলোচনা করা হয়। 

স্টিয়ারিং কমিটির উক্ত সভা পরিচালনা করেন বাংলাদেশ নারী প্রগতি সংঘ (বিএনপিএস) নেত্রকোনা কেন্দ্রের উন্নয়ন কর্মকর্তা ও নেত্রকোনা স্টিয়ারিং কমিটিরি সমন্বয়কারী কল্পনা ঘোষ এবং শুভেচ্ছা বক্তব্য রাখেন কেন্দ্র ব্যবস্থাপক মৃনাল কান্তি চক্রবর্তী। 

অনলাইনে যুক্ত থেকে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন জিএনডাব্লিউ এর বাংলাদেশ প্রতিনিধি পাহিমা আহমেদ ও বিএনপিএস উপপরিচালক নাছরিন বেগম।

সভায় নারী শান্তি ও নিরাপত্তা নিশ্চিতকল্পে নেত্রকোণা আধুনিক সদর হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টার (ওসিসি) কে নির্যাতিতা নারীদের পক্ষে কার্যকর ভুমিকা রাখার জন্য আহ্বান জানান এবং সঠিক রিপোর্ট প্রদান সহ ভিকটিমকে সেবা ও আইনী সেবা প্রদানে সহায়ক হিসেবে ভুমিকা রাখার পরামর্শ প্রদান করেন। 

উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শারমিন শাহাজাদীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা গাজী মোবারক হোসেন, চন্দ্রনাথ ডিগ্রী কলেজের অধ্যক্ষ আনোয়ার হোসেন, সাংবাদিক ও জেলা নারী নির্যাতন প্রতিরোধ কমিটির সম্পাদক আলপনা বেগম, শিক্ষক শিউলি চক্রবর্তী, সাবেক প্যানেল মেয়র শামীম আরা খানম, নারীনেত্রী মুক্তিযোদ্ধা ঊষা রানী রায়, সংস্কৃতি কর্মী শিল্পী ভট্রাচার্য ও আনসার ভিডিপি প্রশিক্ষক ইলোরা তাহসিনা প্রমুখ। 

সভায় আমন্ত্রিত অতিথি হিসেবে উপিস্থিত ছিলেন নেত্রকোনা সদর হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেল এর দায়িত্বপ্রাপ্ত প্রোগ্রাম অফিসার এসএমএ সেলিম। বক্তারা জাতীয় পর্যায়ে অনুষ্ঠিতব্য জাতীয় কর্মশালায় অংশগ্রহণের জন্য ইস্যু সহ শিখন ও চ্যালেঞ্জগুলো চিহ্নিত করার উপর গুরত্বারোপ করা হয়। তাছাড়া কর্মপরিকল্পনার আলোকে পরিকল্পনা গ্রহণ সহ সাম্প্রতিক সময়ে সংগঠিত  শিশু ও নারী ধর্ষণ সহ সকল ধরনের নারী নির্যাতন বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য আহ্বান জানানোর পাশাপাশি সামাজিক জাগরণ ঘটানোর জন্য আলোচনা করেন পাশাপাশি নারী বিদ্বেষী বক্তব্য বন্ধ করে একটি সৌহার্দ্যপুর্ন সমাজ নির্মাণের জন্য আহ্বান জানান। সভা শেষে  সকল সদস্য অংশগ্রহণমূলক আলাপ আলোচনার ভিত্তিতে স্থানীয় সমস্যার আলোকে একটি বাস্তবায়নযোগ্য  কর্ম পরিকল্পনা তৈরি করেন।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়