ইবিতে আন্ত-সেশন ক্রিকেট টুর্নামেন্টে বিজয়ী আইন বিভাগের ২২-২৩ সেশন


ইবি প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আন্তঃসেশন ও ক্রিকেট টুর্নামেন্ট-২০২৫ এর ফাইনাল ম্যাচে জয়লাভ করেছে আইন বিভাগের ‘দি লিজেন্ডস অফ থার্টি ফাইভ’ (২২-২৩ সেশন)। এতে ৪৩ রানের জয় নিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে সেশটি। বুধবার (৭ মে) বেলা ১১:৩০ মিনিটে বিশ্ববিদ্যালয়ের ক্রিকেট মাঠে আইন বিভাগের ‘স্মৃতির পাতা’ বনাম ‘দি লিজেন্ডস অফ থার্টি ফাইভ’ ফাইনাল খেলাটি আয়োজিত হয়।
প্রথম বারের মতো গৌরব অর্জন করে বলে জানা যায় সেশটি। ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে টুর্নামেন্টের আহ্বায়ক এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক ড. হালিমা খাতুন, বিশেষ অতিথি হিসেবে ছিলেন অধ্যাপক ড. শাহজাহান মন্ডল। এছাড়া আরও উপস্থিত ছিলেন আইন বিভাগের শাখা কর্মকর্তাগণ সহ বিভাগের বিভিন্ন সেশনের অন্যান্য শিক্ষার্থীবৃন্দ। এ সময় রানার্সআপ টিমের অধিনায়ক ইয়ামান হাসান রিমন বলেন, আইন এমন আয়োজনে আমরা আনন্দিত। আইন বিভাগ এমন আয়োজনের মাধ্যমে সিনিয়র ও জুনিয়রদের সাথে একটা সুসম্পর্ক তৈরি হয়েছে। তাই আমরা আইন বিভাগের প্রতি কৃতজ্ঞ। জয় ও পরাজয় খেলার একটা অংশ। খেলাধুলা আমাদের শরীর ও মন সুস্থ রাখে। পড়াশোনার পাশাপাশি খেলাধুলার মাধ্যমে আমরা আমাদের প্রতিভা বিকশিত করার সুযোগ পাচ্ছি। বিভাগের সকালের উচিত এমন আয়োজনে অংশগ্রহণ করার চেষ্টা করা।
এ সময় চ্যাম্পিয়ন টিমের অধিনায়ক আব্দুল্লাহ আল মামুন বলেন, আমাদের আইন বিভাগ আয়োজিত আন্তঃসেশন টূর্নামেন্টে আমরা ২২-২৩ চ্যাম্পিয়ন হওয়ায় অধিনায়ক হিসেবে আমার আলাদা অনুভূতি কাজ করছে সব চেয়ে আনন্দিত যে আমরা সবাই পারফরম্যান্স করে ফাইনাল জিতেছি। আমরা আমাদের এই জয় আমাদের ব্যাচের সকলকে উৎসর্গ করছি। ইনশাআল্লাহ আমরা সামনে ও চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অক্ষুণ্ণ রাখতে চাই। আইন বিভাগের সভাপতি অধ্যাপক ড. হালিমা খাতুন বলেন, ‘আজকের খেলা ক্রিকেট খেলা সবাই আনন্দের সাথে উপভোগ করেছো, শরীর ও মন দুটোই ভালো রাখতে খেলাধুলা প্রয়োজন। শরীরচর্চা এবং খেলাধুলার মাধ্যমে আইন বিভাগকে প্রতিনিধিত্ব করার মতো খেলোয়াড় তৈরি হোক এটাই চাওয়া।
এছাড়া যেসব দল চাম্পিয়ন হতে পারেনি তাদের মন খারাপ করার কিছু নাই, তারা আরো ভালোভাবে চেষ্টা করুক এবং আগামী বছরগুলোতে চাম্পিয়ন হবে ইনশাআল্লাহ’। এ সময় অধ্যাপক ড. শাহজাহান মন্ডল বলেন, ‘ইসলামী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগ দেশ এবং দেশের বাইরে ভালো অবস্থানে আছে। তোমরা সেটাকে ধারণ এবং লালন করবে।” তিনি সংবিধানের ১৮ নাম্বার অনুচ্ছেদ উল্লেখ করে বলেন, “জনস্বাস্থ্য এবং নৈতিকতা ধারণ করতে হলে খেলাধুলার মাধ্যমে নিয়মিত শরীরচর্চা করতে হবে। তিনি আরও বলেন ‘ক্যাম্পাসে তোমরা সবাই পড়াশোনা করেতে এসেছো, এজন্য পড়াশোনার পাশাপাশি খেলাধুলা করতে হবে। উল্লেখ্য: ফাইনাল ম্যাচে ‘দি লিজেন্ডস অফ থার্টি ফাইভ’ (২২-২৩ সেশন) ১৪৬ রান করে এবং স্মৃতির পাতা (১৯-২০ সেশন) ১০৩ রান।
এবং ম্যান অব সিরিজ প্রদান করা হয় আইন বিভাগের মাস্টার্স ২২-২৩ সেশনের শিক্ষার্থী দেবাশীষ রায়কে।
সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।