জম্মু-কাশ্মীরে পাকিস্তানের আর্টিলারি হামলা, ১০ ভারতীয় নিহত


সংবাদের আলো ডেস্ক: ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীর নিয়ন্ত্রণরেখায় আর্টিলারি হামলা চালিয়েছে পাকিস্তান। এতে ১০জন নিহত হয়েছে বলে জানা গেছে। তবে হতাহতরা সামরিক নাকি বেসামরিক সে বিষয়ে কিছু জানা যায় নি। আজ বুধবার (০৭ মে) এ হামলার ঘটনা ঘটেছে দাবি করেছে ভারতের সংবাদমাধ্যম এনডিটিভি।
ভারতীয় পুলিশের দেয়া তথ্যের বরাতে বার্তা সংস্থা রয়টার্সও জানিয়েছে সীমান্তে পাক সেনাদের হামলায় ১০ ভারতীয় মারা গেছেন।
এর আগে মঙ্গলবার মধ্যরাতে পেহেলগাম হামলার জেরে ভারত ও পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরের নয়টি স্থানে একযোগে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ভারত। এতে পাকিস্তানের অন্তত ৮ জন নিহত এবং ৩৫ জন আহত হয়েছেন বলে জানা যায়।
ভারতীয় সেনাবাহিনী তাদের ‘এক্স’-এ দেয়া এক পোস্টে দাবি করেছে, ভারত শাসিত কাশ্মীরের পুঞ্চ-রাজৌরি এলাকার ভিম্বার গলিতে কামান থেকে গোলা নিক্ষেপ করেছে পাকিস্তান। এর আগে ভারতের দু’টি বিমান এবং একটি ড্রোন ভূপাতিত করার দাবি করে পাকিস্তান।
এ হামলার জবাবে পাকিস্তানের পক্ষ থেকে পাঁচটি ভারতীয় যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি করা হয়েছে। পাকিস্তানি সামরিক বাহিনীর মুখপাত্র জানান, এর মধ্যে তিনটি ফ্রান্সের তৈরি রাফাল, একটি রাশিয়ার তৈরি সু–৩০ ও অন্যটি মিগ–২৯ যুদ্ধবিমান। সু–৩০ ও মিগ–২৯ যুদ্ধবিমান সোভিয়েত আমলে তৈরি।
যুদ্ধবিমান ভূপাতিত করা ছাড়াও ব্রিগেডের প্রধান কার্যালয় ধ্বংস করে দেয়ার কথাও জানিয়েছে পাকিস্তান। এ হামলায় শ্রীনগরে তিন জন নিহত হয়েছে বলে জানা গেছে।
সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।