বৃহস্পতিবার, ৮ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ

শিরোনাম

ঝালকাঠিতে কারারক্ষী নিয়োগ নিয়ে অনিয়মের অভিযোগ, উত্তাল চাকরিপ্রার্থীদের বিক্ষোভ

মোঃ মাহিন খান, ঝালকাঠি প্রতিনিধি: বরিশালের ঝালকাঠি জেলা কারাগারে কারারক্ষী নিয়োগ পরীক্ষায় অনিয়মের অভিযোগে উত্তপ্ত হয়ে উঠেছে পরিবেশ। মঙ্গলবার সকাল থেকে জেলা কারাগারের প্রধান ফটকের সামনে জড়ো হন শতাধিক চাকরিপ্রত্যাশী। তাঁরা অভিযোগ করেন, বৈধ কাগজপত্র ও নির্ধারিত শারীরিক যোগ্যতা থাকা সত্ত্বেও তাঁদের সাথে দুর্ব্যবহার করা হয়েছে এবং জোরপূর্বক পরীক্ষা কেন্দ্র থেকে বের করে দেওয়া হয়েছে।

বিক্ষুব্ধদের দাবি, কারা কর্তৃপক্ষ তাঁদের সনদপত্র ছিঁড়ে ফেলার পাশাপাশি শারীরিকভাবে লাঞ্ছিতও করেছে। পটুয়াখালীর মাহফুজুর রহমান, ভোলার শাওন, বরগুনার ফাহিম, পিরোজপুরের আবির কাজী, বরিশালের ছাব্বির ও ঝালকাঠির রাহাত অভিযোগ করেন, “আমরা নিয়ম মেনে পরীক্ষায় অংশ নিতে এসেছিলাম, অথচ আমাদের প্রতি অমানবিক আচরণ করা হয়েছে।”

এ ঘটনায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার হন যমুনা টিভির স্থানীয় প্রতিনিধি দুলাল সাহা। তাঁর অভিযোগ, জেল সুপার ফরহাদ ও কারারক্ষীরা তাঁর ক্যামেরা ভাঙচুর করেন এবং তাঁকে মারধর করেন।

এ বিষয়ে জানতে চাইলে ঝালকাঠি জেলা কারাগারের ভারপ্রাপ্ত জেলার মো. সাইফুল ইসলাম জানান, “যাঁরা শারীরিক পরীক্ষায় বাদ পড়েছেন, তাঁরাই ফটকের বাইরে বিক্ষোভ করেছেন। পরিস্থিতি উত্তপ্ত হওয়ায় পুলিশ ও সেনা সদস্যরা গিয়ে পরিস্থিতি শান্ত করেন।”

তবে জেল সুপার মো. আব্দুল্লাহ ইবনে তোফাজ্জল হোসেন খান দায়িত্ব এড়িয়ে বলেন, “নিয়োগ পরীক্ষার জন্য আলাদা কমিটি রয়েছে, আমি এ প্রক্রিয়ার সঙ্গে জড়িত নই।” একইভাবে কারাধ্যক্ষ লিপি রানি সাহার বক্তব্য পাওয়া যায়নি।

এদিকে চাকরিপ্রার্থীরা লিখিত অভিযোগ দিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের কাছে। পাশাপাশি ঝালকাঠির জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আশরাফুর রহমানের কাছেও অভিযোগপত্রের অনুলিপি পৌঁছে দিয়েছেন।

অভিযোগপত্রে উল্লেখ করা হয়, বরিশাল বিভাগের ছয় জেলা থেকে আগত প্রার্থীদের প্রতি বৈষম্যমূলক আচরণ করা হয়েছে। শারীরিক যোগ্যতা থাকা সত্ত্বেও তাঁদের ‘অযোগ্য’ ঘোষণা করে ঝালকাঠির প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হয়েছে। প্রতিবাদ করলে তাঁদের ওপর শারীরিক নির্যাতন চালানো হয় বলেও অভিযোগ করা হয়েছে।

চাকরিপ্রার্থীরা এই অনিয়মের তদন্ত, নিয়োগ প্রক্রিয়া বাতিল এবং জড়িতদের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নেওয়ার দাবি তুলেছেন।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়