বেলকুচি মডেল কলেজের প্রতিষ্ঠাতা মজিদ সরকারের মৃত্যু বার্ষিকী পালন


উজ্জ্বল অধিকারী: সিরাজগঞ্জের বেলকুচি পৌর এলাকার চালায় অবস্থিত বেলকুচি মডেল ডিগ্রি কলেজ এর প্রতিষ্ঠাতা, সাবেক ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মরহুম আব্দুল মজিদ সরকার এর ৮ম মৃত্যু বার্ষিকী উপলক্ষে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৩০ এপ্রিল) সকালে বেলকুচি মডেল কলেজ অডিটোরিয়ামে কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ আব্দুল মান্নান সরকার এর সভাপতিত্বে এবং সহকারী অধ্যাপক শামসুল আলম এর পরিচালনায় শিক্ষক ও ছাত্রছাত্রীদের উপস্থিতিতে উক্ত আলোচনা ও দোয়া মাহফিলে বক্তব্য রাখেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শামীম হোসেন মন্ডল, বেলকুচি প্রেসক্লাবের সাধারন সম্পাদক রেজাউল করিম, প্রভাষক আব্দুল বাতেন, মোস্তাফিজুর রহমান, সমাজ সেবক মোয়াজ্জেম হোসেন কিবরিয়া, প্রতিষ্ঠাতা সদস্য কামাল অমিতাভ, রওশন আরা বেগম, সদস্য নজরুল ইসলাম প্রমুখ।
সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।