শুক্রবার ফুটপাতে হরেক রকমের দোকান


রাজশাহী প্রতিনিধি: শুক্রবার ও শনিবার সরকারি ছুটির দিন। তাই রাস্তাঘাট একদম ফাঁকা। আী এ সুযোগে, রাস্তার দুই পাশে বসে পরেছেন অনেক দোকান। নতুন অথবা পুরাতন কি প্রযোজন আপনার ??? সব কিছুই পাবেন এই রাস্তার পাশে ঔুটপাতের দোকানে। শাড়ী, লুংগি, শার্ট, প্যন্ট, ফতাুয়া, ছোট, বড়দের পোশাক থেকে শুরু করে। খাবার জিনিস, বারগার, বাদাম, চটপটি, পুরি, পিয়াজি এমন কি, বিরানী সব কিছু পাবেন, একদম কমদামে এই ফুটপাতের উপর। ছুটির দিন, অনেকে বাহির হয়েছেন, স্ত্রী, সন্তান সহ।
হাতের কাছে ফুটপাতে কম দামে কেনা কাটা করে আনন্দে বাড়ীতে আসছেন। বড়, বড় শোরুম গুলোতে যখানে এসি লাগিয়ে উচ্চ মুলে নিয়ে নিচ্ছে। সেখানে অনেক সুন্দর কিছু পণ্য কম মূল্য পেয়ে ক্রেতা সাধারণ খুব খুশি। এই ফুট পাতে ব্যবসা করে অনেকে নিজের পায়ে দাড়িয়েন। হয়েছেন সাবলম্বী।
সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।