আছিয়ার মৃত্যুতে ভূঞাপুরে মশাল মিছিল


আখতার হোসেন খান, ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের ভূঞাপুরে সাধারণ শিক্ষার্থীরা বৃহস্পতিবার (১৩ মার্চ) সন্ধা ৭টা ৩০ মিনিটে মাগুরায় ধর্ষণের শিকার ৯ বছরের শিশু আছিয়া মৃত্যুর খবরে মশাল মিছিল করে ।
শিশু আছিয়া দীর্ঘ ৮ দিন মৃত্যুর সাথে লড়াই করে অবশেষে দেশবাসীকে কাঁদিয়ে না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন বৃহস্পতিবার দুপুরে। বাংলাদেশ সেনাবাহিনীর ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে আছিয়ার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানানো হয়।
একইসঙ্গে বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে শোক জানানো হয়। “আছিয়ার রক্ত বৃথা যেতে দিব না। ফাঁসি ফাঁসি ফাঁসি চাই, ধর্ষকের ফাঁসি চাই। তুমি কে আমি কে- আছিয়া আছিয়া” সহ বিভিন্ন স্লোগান দিয়ে ধর্ষকের শাস্তি দাবী জানিয়ে মশাল মিছিল করে ভূঞাপুরে সাধারণ শিক্ষার্থীরা ।
মিছিলটি ভূঞাপুর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় থেকে শুরু করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবার স্কুল মাঠে এসে শেষ হয়। এ সময় তারা এক মিনিট নিরবতা পালন করে। সমাবেশে শোক প্রকাশ ও দৃষ্টান্ত মূলক শাস্তি দাবী করে বক্তব্য রাখেন, উদীচী সম্পাদক সৈয়দ মেহেদী হাসান, শিক্ষার্থী পূজা, লাবিবা, জুলি, গৌতম, তন্ময়, ফাহাদ প্রমুখ।
উল্লেখ্য, গত ৬ মার্চ মাগুরা শহরে বোনের বাড়ি বেড়াতে গিয়ে ধর্ষণের শিকার হয় ওই শিশুটি। পরের দিন তাকে মাগুরা ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে ওইদিন দুপুরেই উন্নত চিকিৎসার জন্য তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখান থেকে রাতেই পাঠানো হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে।
এরপর শুক্রবার রাতে তাকে লাইফ সাপোর্টে নেয়া হয়। সংকটাপন্ন শিশুটিকে গত শনিবার সন্ধ্যায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পেডিয়াট্রিক ইনটেনসিভ কেয়ার ইউনিট (পিআইসিইউ) থেকে সম্মিলিত সামরিক হাসপাতালে স্থানান্তর করা হয়। পরদিন রোববার শিশুটিকে সিএমএইচে পেডিয়াট্রিক আইসিইউতে নেয়ার পর অবস্থার অবনতি হয় এবং ১৩ মার্চ মৃত্যুর কোলে ঢলে পড়ে।
সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।