বুধবার, ২৬শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

শিরোনাম

মাধবপুরে এনআইডি কার্যক্রম ইসির অধীনে রাখার দাবিতে মানববন্ধন

মাধবপুর প্রতিনিধি: জাতীয় পরিচয়পত্র সেবা কার্যক্রম নির্বাচন কমিশনের অধীনে রাখার দাবিতে দেশব্যাপী ‘স্ট্যান্ড ফর এনআইডি’ কর্মসূচির অংশ হিসেবে হবিগঞ্জের মাধবপুরে উপজেলা নির্বাচন অফিসের কর্মকর্তা- কর্মচারীরা মানববন্ধন কর্মসূচি পালন করেছে। বৃহস্পতিবার (১৩ মার্চ) বেলা ১১টায় এ কর্মসূচিতে অংশগ্রহণ করেন কর্মকর্তা-কর্মচারীরা। উপজেলা নির্বাচন কর্মকর্তা আবু লায়েশ দুলালের নেতৃত্বে উপজেলা পরিষদ চত্বরে এ কর্মসূচি পালন করা হয়। মানববন্ধন চলাকালে কর্মকর্তা-কর্মচারীরা “দাবি মোদের একটাই, ইসির অধীনে এনআইডি চাই”, “এক দুই তিন চার, এনআইডির পিছু ছাড়”, “ভোটারের বাই প্রোডাক্ট এনআইডি এনআইডি”,“ভোট চুরির রাস্তা ছাড়, এনআইডি স্বাধীন কর” ইত্যাদি স্লোগান সম্বলিত প্ল্যাকার্ড বহন করেন। উল্লেখ্য, মানববন্ধন চলাকালে অফিসের কার্যক্রম বন্ধ থাকায় নির্বাচন অফিসে সেবা নিতে আসা অনেকেই সেবা না পেয়ে ফিরে যেতে বাধ্য হন। মাধবপুর উপজেলা নির্বাচন কর্মকর্তা আবু লায়েশ দুলাল বলেন, ‘নির্বাচন কমিশন স্বাধীন প্রতিষ্ঠান। এর স্বাধীনতা ও মর্যাদা রক্ষা করতে হবে’।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়