রাউজানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ধর্ষণবিরোধী মশাল মিছিল


রয়েল দত্ত, রাউজান প্রতিনিধি: সাম্প্রতিক সময়ে দেশব্যাপী সংগঠিত ধর্ষণ ও নিপীড়নের বিরুদ্ধে রুখে দাড়াও এই প্রতিপাদ্যকে সামনে রেখে দেশব্যাপী অব্যাহত ধর্ষণ ও নারী নির্যাতনের ঘটনায় ধর্ষকদের গ্রেপ্তার ও সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের দাবিতে মশাল মিছিল করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন রাউজান।১১ মার্চ মঙ্গলবার রাতে রাউজান পৌরসভার গহিরা চত্বর থেকে মশাল মিছিল শুরু হয়। তুমি কে আমি কে আছিয়া আছিয়া স্লোগানে স্লোগানে মুখরিত হয় রাজপথ।মশাল মিছিল শেষে এক সংক্ষিপ্ত সমাবেশ হয়।সংক্ষিপ্ত সমাবেশে সভাপতিত্ব করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন রাউজান এর ছাত্র প্রতিনিধি খান তাসিফ।বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন রাউজান এর এই কর্মসূচীর সঙ্গে একাত্মতা প্রকাশ করে বক্তব্য রাখেন ছাত্র শিবিরের রাউজান উপজেলার সভাপতি শাহ জালাল, চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের সহ-সভাপতি তসলিম উদ্দিন ইমন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র প্রতিনিধি ইফতেখার খন্দকার, জুবাইর, মোজাম্মেল। এসময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীসহ ছাত্রজনতা উপস্থিত ছিলেন।
সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।