বৃহস্পতিবার, ২৭শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

শিরোনাম

ভূঞাপুর প্রতিভা যুব ও ছাত্র সংগঠনের উদ্যোগে ইফতার মাহফিল

আখতার হোসেন খান, ভূঞাপুর প্রতিনিধি: টাঙ্গাইল টাঙ্গাইলের ভূঞাপুর প্রতিভা যুব ও ছাত্র সংগঠনের উদ্যোগে বুধবার (১২ মার্চ) ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।  ভূঞাপুর প্রতিভা যুব ও ছাত্র সংগঠনের কার্যালয়ে সংগঠনের সভাপতি  ইমন সাদিক সুজনের সভাপতিত্বে এবং রেজওয়ানুল করিম রানার সঞ্চালনায় প্রধান অতিথি   ছিলেন, সুজন (সুশাসনের জন্য নাগরিক) সভাপতি অধ্যাপক মির্জা মহীউদ্দিন আহমেদ। বক্তব্য রাখেন, প্রবীন সাংবাদিক আসাদুল ইসলাম বাবুল, বিশিষ্ট সমাজ সেবক খায়রুজ্জামান ভূঁইয়া, ইবরাহীম খাঁ পাঠাগার সম্পাদক অধ্যাপক আনোয়ার হোসেন তালুকদার। উপস্থিত ছিলেন, সিনিয়র সাংবাদিক অধ্যাপক আখতার হোসেন খান,মাধ্যমিক শিক্ষক সমিতি সম্পাদক সন্তোষ কুমার দত্ত, ভূঞাপুর পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মনিরুজ্জামান বাবু, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সম্পাদক মিজানুর রহমান, সম্মিলিত সাংস্কৃতিক জোট সম্পাদক হাছান সারোয়ার লাভলু, অধ্যাপক সামছুল আলম সবুজ, অধ্যাপক   শাহরিয়ার হোসেন,  কবি মামুন তরফদার, হালিমুর রিপন, সাংবাদিক সিরাজুল ইসলাম কিসলু আব্দুল লতিফ তালুকদার, খায়রুল খন্দকার, শিক্ষক আল আমিন খান, মেহেদী হাসান, মো. রনি, নাজিম উদ্দিন প্রমুখ।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়