বৃহস্পতিবার, ২৭শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

শিরোনাম

জামালপুরে ইফতার স্বল্পতায় সংঘর্ষ, সাংবাদিকসহ আহত ৫

সংবাদের আলো ডেস্ক: জামালপুরে ইফতারের প্যাকেট কম পড়ায় দু’পক্ষের সংঘর্ষে সাংবাদিকসহ অন্তত ৫ জন আহত হয়েছেন। বুধবার (১২ মার্চ) সন্ধ্যায় জামালপুর শহরের খেজুরতলা এলাকায় এ ঘটনা ঘটে। আহত সাংবাদিকদের মধ্যে রয়েছেন একটি বেসরকারি টিভি চ্যানেলের ক্যামেরাপার্সন সানজিদুল আলম মাসফি, মিঠু ও আরেকজন। বাকিরা হলেন জাহিদুল ইসলাম আশেক ও জিহান। তারা স্থানীয় বাসিন্দা বলে জানা যায়। প্রত্যক্ষদর্শীরা জানান, শহরের খেজুরতলা এলাকার বড় পীর আ. কাদের জীলানী হাসপাতাল ভবনের মালিক জকিউল হাসান সাবুর স্মরণে একটি মসজিদে দোয়া ও ইফতার আয়োজন করে তার পরিবার। ইফতারের সময় খাবারের প্যাকেট কম পড়ায় স্থানীয়দের মধ্যে সংঘর্ষ বাধে। ঘটনার ভিডিও ধারণ করতে গেলে স্থানীয় তিন সাংবাদিককে এলোপাথাড়ি মারধর করা হয়; ছিনিয়ে নেয়া হয় আইডি কার্ড ও মোবাইল ফোন। আহত হয় আরও দুই বাসিন্দা।আহত সবাইকে জামালপুর জেনারেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে বাড়ি পাঠিয়ে দেয়া হয়েছে। বেসরকারি টেলিভিশনের ক্যামেরাপার্সন সানজিদুল আলম মাসফি বলেন, মারামারির খবরে পেয়ে ঘটনাস্থলে গিয়ে ভিডিও ধারণ করতে গেলে ২০ থেকে ৩০ জন আমাদের ওপর অতর্কিত হামলা করে। সেইসাথে ফোন ও আইডি কার্ড কেড়ে নেয়া হয় বলেও জানান তিনি। জামালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু ফয়সাল মো আতিক বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং বিষয়টি তদন্ত করা হচ্ছে। তবে এ ঘটনায় এখনও কোনো মামলা দায়ের হয়নি।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়