আশুলিয়ায় ভাতিজীকে ধর্ষণকারী চাচা গ্রেফতার !


সাভার প্রতিনিধি: আশুলিয়ায় ০৮ বছরের শিশু ধর্ষণের মামলার ২৪ ঘন্টার মধ্যে ধর্ষক মোঃ রাসেলকে ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ থানার বনগ্রাম এলাকা থেকে র্যাব-৪ সিপিসি-২ ও র্যাব-১০ সদর কোম্পানির যৌথ অভিযানে গ্রেফতার হয়েছে। দুপুরে র্যাব-৪ সিপিসি ২ সাভার ক্যাম্পের অধিনায়ক মেজর জালিস মাহমুদ খান নিশ্চিত করে জানান ধর্ষণের ঘটনায় মঙ্গলবার ভিকটিমের পিতা বাদী হয়ে আশুলিয়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করলে মামলার ২৪ ঘন্টার মধ্যে অভিযান চালিয়ে আসামিকে গ্রেফতার করা হয়।এর আগে সোমবার সকালে আশুলিয়া থানাধীন কাইচ্চাবাড়ী সাকিনস্থ মোল্লা ৪র্থ তলা বিল্ডিং বাড়ীর ২য় তলায় ৭৭৬ নং কক্ষে ভিকটিমকে জোড় পূর্বক ধর্ষণ করে পালিয়ে যায় রাসেল। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানায় র্যাব।
সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।