দারুসসালাম থানা যুবদলের পক্ষ থেকে মাসব্যাপী ইফতার বিতরণ


বাহাউদ্দীন তালুকদার: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় এবং ঢাকা মহানগর উত্তর যুবদলের সাবেক সদস্য সচিব মোস্তফা জগলুল পাশা পাপেলের পক্ষ থেকে দারুসসালাম থানা যুবদলের উদ্যোগে মাসব্যাপী ইফতার বিতরণ কর্মসূচি শুরু করেছে। সোমবার (১০ মার্চ ২৫) বিকালে ঢাকা উত্তর সিটি করপোরেশনের ১০ নং ওয়ার্ড কমিউনিটি সেন্টার সংলগ্নে এই ইফতার বিতরণের কার্যক্রম শুরু হয়। ঢাকা মহানগর উত্তর যুবদলের সাবেক সদস্য সচিব মোস্তফা জগলুল পাশা পাপেল প্রধান অতিথি ও বিশেষ অতিথ ঢাকা মহানগর উত্তর যুবদলের সাবেক যুগ্ন আহবায়ক ও ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলে সাবেক প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক শাফায়েত রাব্বিয়াল আরাফাত উপস্থিত হয়ে ইফতার বিতরণ করেন।এ সময় তিনি বলেন, মহানগর উত্তর যুবদল আজ থেকে বিভিন্ন স্থানে ইফতার বিতরণের মাধ্যমে আমাদের সহানুভূতির বার্তা জনগণের কাছে পৌঁছে দিতে চাচ্ছি। গত ১৭ বছরে স্বৈরাচার সরকার জনগণের পাশে ছিল না। তাই পবিত্র মাহে রমজানে গরিব ও অসহায় মানুষের পাশে দাঁড়ানো বিএনপির দায়িত্ব। তিনি আরো বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জনগণের সুখ-দুঃখে সব সময় পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছেন। তার ধারাবাহিকতায় ঢাকা-১৪ আসনে আমরা রমজান মাসব্যাপী এই কর্মসূচি চালিয়ে যাব। এ সময় ঢাকা মহানগর উত্তর দারুসসালাম থানা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ও ১০ নং ওয়ার্ড যুবদলের সাবেক আহ্বায়ক কুদ্দুসুর রহমান বিপ্লবের সভাপতিত্বে ও ঢাকা উত্তর সিটি করপোরেশনের ১০ নং ওয়ার্ড ছাত্রদলের সাবেক সভাপতি সাইদুর রহমান খোকনের সঞ্চালনায় উপস্থিত ছিলেন, ঢাকা মহানগর উত্তর যুবদলের সাবেক সদস্য আজিজুর রহমান শাহীন সহ থানা ও ওয়ার্ডের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।