শনিবার, ২২শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

শিরোনাম

খাগড়াছড়িতে পর্যটকদের জিম্মি করে চাঁদা আদায়, গ্রেফতার ৪

সংবাদের আলো ডেস্ক: খাগড়াছড়ির দীঘিনালায় পর্যটকদের জিম্মি করে চাঁদা আদায়ের অভিযোগে ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার (৯ মার্চ) রাতে দীঘিনালার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতার হলেন বেলাল, আজিবুর রহমান, সহিদুল ও সুফিয়া। বিষয়টি নিশ্চিত করেন দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকারিয়া। পুলিশ জানায়, গত ৩ মার্চ পর্যটনস্থল সাজেক যাওয়ার সময় দীঘিনালার নয় মাইল এলাকায় গাড়ির গতিরোধ করে ৮ জনকে জিম্মি করা করে মুক্তিপণ হিসেবে স্বজনদের কাছে ২০ লাখ টাকা চাওয়া হয়। বিভিন্ন মাধ্যমে ৭ লাখ ২০ হাজার টাকা মুক্তিপণ নিয়ে পরের দিন তাদের ছেড়ে দেয়া হয়।পরে অভিযোগ পেয়ে পুলিশ অভিযানে নেমে জড়িতদের গ্রেফতার করে। খাগড়াছড়ির পুলিশ সুপার জানান, মুক্তিপণ আদায়ের ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনা হয়েছে। গ্রেফতার আসামিদের আদালতে পাঠানো হয়েছে। এ ঘটনার পেছনে অন্য কোনো বিষয় আছে কিনা, সেদিকেও নজর দিচ্ছে পুলিশ।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়