বৃহস্পতিবার, ২৭শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

শিরোনাম

নাটোরের বাগাতিপাড়ায় ধর্ষণের বিরুদ্ধে মানববন্ধন

বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি: দেশব্যাপী নারীদের বিরুদ্ধে সহিংসতা নিপীড়ন ধর্ষণ অনলাইনে হ্যানস্থা এবং আইন শৃঙ্খলা পরিস্থিতির সার্বিক অবনতি ও বিচারহীনতার প্রতিবাদে নাটোরের বাগাতিপাড়ায় বিভিন্ন ইউনিয়নে পৃথক পৃথক ভাবে মানববন্ধন করেছে উপজেলার বিভিন্ন কলেজ শাখার ছাত্রদলের শিক্ষার্থীরা। সোমবার ( ১০ মার্চ) সকাল ১১ টায় উপজেলার বাগাতিপাড়া সরকারি কলেজ এর সামনে বাগাতিপাড়া সরকারি কলেজ শাখা ছাত্রদলের আয়োজনে বাগাতপাড়া পৌর ছাত্রদল এর আহ্বায়ক মুহাম্মদ মোতালেব আলী পান্না এর সভাপতিত্বে ও বাগাতিপাড়া উপজেলা ছাত্রদল সদস্য সচিব শাহরিয়ার মাহমুদ এর সঞ্চালনায় বক্তব্য দেন বাগাতিপাড়া পৌর ছাত্র দলের যুগ্ম আহবায়ক মো মোরশেদ রহমান, উপজেলা ছাত্র দলের যুগ্ম আহবায়ক মো লিটন আলী, উপজেলা ছাত্র দলের সদস্য আশিকুর রহমান, হুমায়ুন কবির পান্ত।বাগাতিপাড়া সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি মেহেদী হাসান সাধারণ সম্পাদক নাঈম ইসলাম প্রমুখ। আপর দিকে ৬ দফা দাবি নিয়ে ধর্ষণের বিরুদ্ধে জামনগর ডিগ্রি কলেজে মানববন্ধন করেছে জামনগর ডিগ্রি কলেজ শাখার ছাত্রদলের শিক্ষার্থীরা। এসময় ধর্ষণ ও নিপীড়নের বিরুদ্ধে একতাবদ্ধ উল্লেখ করে ধর্ষকের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডসহ ছয়টি দাবি উত্থাপন করেছেন তারা। এসময় উপজেলা ছাত্রদলের শিক্ষার্থীরা সরকারের সমালোচনা করে বলেন, নারীর নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে অন্তর্বর্তীকালীন সরকারের পদক্ষেপ দৃশ্যমান ও সন্তোষজনক নয়।এবং দেশের ধর্ষণ আইন পরিবর্তন করে দ্রুত ট্রাইবুনালের মাধ্যমে শাস্তি দ্রুত সময়ে কার্যকর করতে হবে।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়