আছিয়া ধর্ষণের প্রতিবাদ ও বিচারের দাবিতে কিশোরগঞ্জে ছাত্রদলের মানববন্ধন


রুবেল হোসাইন, কিশোরগঞ্জ প্রতিনিধি: মাগুরার শিশু আছিয়াসহ সম্প্রতি সারাদেশে ঘটে যাওয়া ধর্ষণ, খুন, নারী নির্যাতনের প্রতিবাদ ও দোষীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে কিশোরগঞ্জে মানববন্ধন কর্মসূচি করেছে ছাত্রদল। আজ সোমবার (১০ মার্চ) দুপুর ১২টায় শহরের গুরুদয়াল সরকারি কলেজের সামনে কলেজ শাখা ছাত্রদের আয়োজনে এ কর্মসূচি পালিত হয়। এ সময় ছাত্রদলের নেতাকর্মীরা প্রতিবাদী ব্যানার, ফেস্টুন নিয়ে প্রায় ঘণ্টাব্যাপী দাঁড়িয়ে মানববন্ধন কর্মসূচি পালন করে। এছাড়া নেতাকর্মীরা ধর্ষণের শিকার হওয়া মাগুরার শিশু আছিয়ার ন্যায় বিচারের দাবিতে নানা স্লোগান দেন। পরে ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি চেয়ে বক্তব্য রাখেন, জেলা ছাত্রদলের সভাপতি মো. মারুফ মিয়া, সাধারণ সম্পাদক ফেরদৌস আহমেদ নেভিনসহ সংগঠনের নেতৃবৃন্দ।মানববন্ধনে বক্তারা বলেন, ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে বেশি সময় ক্ষেপণের দরকার নেই। প্রয়োজনে দেশের আইন সংস্কারের মাধ্যমে দ্রুত রায় কার্যকরের মাধ্যমে বিচার নিশ্চিত করতে হবে। প্রশাসনের উদ্দেশ্যে বক্তারা আরও বলেন, বর্তমানে এক শ্রেণির দুষ্কৃতিকারী গোষ্ঠী খুন, ধর্ষণসহ নানা রকম অশালীন কাজের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করতে তৎপর। কাজেই দেশের ভাবমূর্তি ও সমাজের শান্তি শৃঙ্খলা রক্ষায় দায়িত্বশীলতার সাথে সকলকে আন্তরিক হতে হবে। এছাড়াও জেলার বিভিন্ন কলেজে মানববন্ধন কর্মসূচি পালন করেছে ছাত্রদলের নেতাকর্মীরা।
সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।