শনিবার, ২২শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

শিরোনাম

দুমকীতে ছাত্রদলের মানববন্ধনে ইউনুস সরকারের পদত্যাগ দাবি

পটুয়াখালী প্রতিনিধি: আইনশৃঙ্খলাসহ সার্বিক পরিস্থিতির অবনতির দায়ে ড. মুহাম্মদ ইউনূস সরকারের পদত্যাগের দাবি তোলেন পটুয়াখালীর সরকারী জনতা কলেজ ছাত্রদল। কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে সোমবার(১০ মার্চ) বেলা ১১ টায় কলেজ ভবনের সামনে আয়োজিত মানববন্ধনে এ দাবি জানানো হয়। এসময় উপস্থিত ছিলেন দুমকী উপজেলা ছাত্রদলের আহবায়ক চাকলাদার গোলাম সরোয়ার, সরকারি জনতা কলেজ ছাত্রদলের আহবায়ক আরিফ হোসেন আরাফাত, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সুমন শরিফ, উপজেলা ছাত্রদলের সিনিঃ যুগ্ম আহ্বায়ক সৈয়দ সুলতান শাহাদাৎ, সরকারি জনতা কলেজ ছাত্রদলের সদস্য সচিব সাইফুল ইসলাম সাঈদ, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ওবায়দুল ইসলাম অভি, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সাদ্দাম হোসেন, কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আরিফ হোসেন প্রমুখ।মানববন্ধনে সরকারি জনতা কলেজ ছাত্রদলের আহবায়ক আরিফ হোসেন আরাফাত বলেন, ইউনুস সরকার দেশে আইনশৃঙ্খলা ঠিক রাখতে পারছেন না, চলমান পরিস্থিতিতে সরকার যদি আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ করতে না পারলে পদত্যাগ করা উচিত। এছাড়াও অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন দিয়ে দ্রুত একটি নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করার দাবি জানান তিনি। প্রসঙ্গত, রোববার (৯ মার্চ) ছাত্রদলের দপ্তর সম্পাদক (সহ-সভাপতি পদমর্যাদা) মো. জাহাঙ্গীর আলম এক বার্তায় দেশব্যাপী নারীদের ওপর সহিংসতা, নিপীড়ন, ধর্ষণ, অনলাইনে হেনস্তা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির সার্বিক অবনতি ও বিচারহীনতার প্রতিবাদে সোমবার(১০ মার্চ) সারাদেশের শিক্ষাপ্রতিষ্ঠানে মানববন্ধন কর্মসূচি পালনের নির্দেশ দেন।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়