ভূঞাপুর ফাজিল মাদরাসা অধ্যক্ষের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে সংবাদ সন্মেলন


ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের ভূঞাপুর ফাজিল মাদরাসা অধ্যক্ষের বিরুদ্ধে ৫৫ লাখ টাকার দুর্নীতির অভিযোগ তুলে সংবাদ সম্মেলন ও মানববন্ধন করেছে মাদরাসা শিক্ষকরা। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন, দেলোয়ার মাসুদ। সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন সিরাজুল ইসলাম, ফজলুর রহমান তালুকদার, দেলোয়ার মাসুদ, ইয়াসির আহমেদ খান মাওলানা আনোয়ার হোসেন। লিখিত বক্তব্যে উল্লেখ করা হয়, মাদরাসা অধ্যক্ষ আব্দুস সোবহান নিয়োগ বাণিজ্য, শিক্ষার্থীদের ফরম পূরণ, প্রতিষ্ঠানের তহবিল তসরুপসহ বিভিন্ন ভাবে প্রায় ৫৫ লাখ টাকা আত্মসাৎ করেছেন। শিক্ষকগণ তার দ্রুত অপসারণ দাবী করেন।পড়ে শোনান দেলোয়ার মাসুদ বিভিন্ন প্রশ্নের উত্তর দেন সিরাজুল ইসলাম, ফজলুর রহমান তালুকদার, দেলোয়ার মাসুদ, ইয়াসির আহমেদ খান মাওলানা আনোয়ার হোসেনসহ সকল শিক্ষকবৃন্দ। এব্যাপারে অধ্যক্ষ আব্দুস সোবহান বলেন, একটি চক্র আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। আমি কোনো দুর্নীতি করি নাই। সময় মতো আমি সকল অভিযোগের জবাব দিবো।
সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।