কিশোরগঞ্জে ধর্ষণ ও নারীর প্রতি সহিংসতার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন


রুবেল হোসাইন, কিশোরগঞ্জ প্রতিনিধি: দেশব্যাপী চলমান ধর্ষণ ও নারীর প্রতি সহিংসতার প্রতিবাদে এবং নারীর সার্বিক নিরাপত্তা নিশ্চিতের দাবিতে কিশোরগঞ্জে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে সাধারণ শিক্ষার্থী, স্থানীয় জনসাধারণ ও মানবিক সংগঠন চেইঞ্জ বাংলাদেশ। কিশোরগঞ্জের গুরুদয়াল সরকারি কলেজের সামনে স্মৃতিসৌধ প্রাঙ্গণে বিকেল ৩টায় শিক্ষার্থী ও সাধারণ মানুষ একত্রিত হয়ে প্রতিবাদী এ কর্মসূচি পালন করেন। পরে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। সমাবেশে বক্তারা বলেন, দেশে বিচারহীনতার সংস্কৃতির কারণেই একের পর এক ধর্ষণের ঘটনা ঘটছে। ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড নিশ্চিত করা হলেও তার শতভাগ বাস্তবায়ন না হওয়ায় এসব অপরাধের পুনরাবৃত্তি হচ্ছে বলে অভিযোগ করেন তারা।অন্তবর্তী সরকারকে দ্রুত ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি কার্যকর করার আহ্বান জানান বক্তারা। তারা আরো বলেন, ধর্ষণ একটি ভয়াবহ সামাজিক ব্যাধি, যা আমাদের সমাজকে ক্রমেই অন্ধকারের দিকে ঠেলে দিচ্ছে। আমরা সাধারণ মানুষ প্রতিনিয়ত দেখছি, কিভাবে অপরাধীরা বিচারহীনতার সুযোগে আরও বেপরোয়া হয়ে উঠছে। একের পর এক নিরপরাধ নারী ও শিশুর জীবন নষ্ট হচ্ছে, অথচ প্রশাসন ও নীতিনির্ধারকদের ভূমিকা প্রায় নিষ্ক্রিয়। আমরা চাই, ধর্ষকদের কঠোর ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত হোক। পাশাপাশি নৈতিক শিক্ষা, পারিবারিক মূল্যবোধ ও সচেতনতা বৃদ্ধি করে সমাজ থেকে এই জঘন্য অপরাধ নির্মূল করতে হবে। এখনই পদক্ষেপ না নিলে আগামী প্রজন্ম আরও ভয়ংকর পরিস্থিতির মুখোমুখি হবে।
সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।