ঘুমের ওষুধ খাইয়ে নগ্ন ভিডিও ধারণ করে ধর্ষণের চেষ্টা, সৎবাবা গ্রেপ্তার


সংবাদের আলো ডেস্ক: নারায়ণগঞ্জের বন্দর এলাকায় কিশোরী মেয়েকে (১৪) ঘুমের ওষুধ খাইয়ে নগ্ন ভিডিও ধারণ এবং পরে সেই ভিডিও দেখিয়ে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে এক সৎবাবার (৪০) বিরুদ্ধে। ধর্ষণচেষ্টার সময় ওই ব্যক্তিকে হাতেনাতে আটক করে পুলিশে দেন স্থানীয় লোকজন। শনিবার (৮ মার্চ) রাতে উপজেলার একটি আবাসিক এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তার করেছে। পরে এ ঘটনায় ভুক্তভোগী কিশোরীর মা বাদী হয়ে থানায় পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন ও ধর্ষণচেষ্টার অভিযোগে পৃথক দুটি মামলা করেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ৩ মার্চ কিশোরীকে ঘুমের ওষুধ খাইয়ে অচেতন করে নগ্ন ভিডিও ধারণ করেন তার সৎবাবা।সেই ভিডিও দেখিয়ে তাকে ধর্ষণের চেষ্টা করেন। বিষয়টি কিশোরী তার মা ও কয়েকজন প্রতিবেশীকে জানায়। ওই ঘটনার পর শনিবার রাতে আবারও ধর্ষণের চেষ্টা করেন সৎবাবা। তখন কিশোরীর ডাক ও চিৎকারে আশপাশের লোকজন জড়ো হয়ে সৎবাবাকে আটক করেন। পুলিশ গিয়ে তাকে আটক করে। এ বিষয়ে বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম জানান, কিশোরী মেয়েকে ধর্ষণের চেষ্টার অভিযোগে সৎবাবাকে আটক করে পুলিশে দেন স্থানীয় লোকজন। ভুক্তভোগী কিশোরীর মা বাদী হয়ে থানায় দুটি মামলা করেছেন।
সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।