বৃহস্পতিবার, ২৭শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

শিরোনাম

মব ভায়োল্যান্স সৃষ্টিকারী সকলের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে: মাহফুজ আলম

সংবাদের আলো ডেস্ক: গত সাত আট মাসে যে যেখানে মব ভায়োল্যান্স করেছে, তাদের সকলের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন তথ্য উপদেষ্টা মাহফুজ আলম। রোববার (৯ মার্চ) আইন মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান। উপদেষ্টা মাহফুজ আলম বলেন, সবকিছুরই গোয়েন্দা তথ্য নেয়া হচ্ছে; অপরাধীদের দ্রুত গ্রেফতার করে ব্যবস্থা নেয়া হবে। যৌন নিপীড়নের অভিযোগ জানাতে স্বরাষ্ট্র মন্ত্রনালয়ের অধীনে হটলাইন চালু করা হচ্ছে। আর ধর্ষনের ঘটনা প্রতিরোধে মনিটরিং সেল করেছে আইন মন্ত্রণালয়। তিনি আরও বলেন, ধর্ষণ, নারী নিপীড়ন বা মব ভায়োল্যান্স যাই হোক না কেন, সকল ঘটনায় দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। সেক্ষেত্রে তার ধর্মীয় বা অন্য কোনো পরিচয় বিবেচনায় নেয়া হবে না। প্রধান উপদেষ্টার সাথে বৈঠকে এ বিষয়ে কঠোর হওয়ার নির্দেশনা দেয়া হয়েছে বলেও জানান তথ্য উপদেষ্টা। থানায় গিয়ে মব সৃষ্টির বিষয়ে তথ্য উপদেষ্টা বলেন, অপরাধী যেই হোক না কেন, তাকে আইনের আওতায় নিয়ে আসার সিদ্ধান্ত হয়েছে। যতগুলো জটিলতা ও নৈরাজ্য সৃষ্টি হয়েছে, সকল ঘটনায় এখন থেকে জিরো টলারেন্স নীতি গ্রহণ করা হবে বলেও জানান তিনি।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ