উল্লাপাড়ায় হাত বদলেই দ্বিগুণ দামে বিক্রি হচ্ছে স্ট্রবেরি


রায়হান আলী: সিরাজগঞ্জের উল্লাপাড়ায় এবছর বানিজ্যিক ভাবে স্ট্রবেরি চাষ হয়েছে। এ অঞ্চলের মাটি উর্বর দোআঁশ হওয়ায় এই মাটি স্ট্রবেরি চাষের উপযোগী। অত্যন্ত সুস্বাদু পুষ্টিগুণ সমৃদ্ধ এবং রসালো হওয়ায় স্ট্রবেরি চাষ জনপ্রিয় হয়ে উঠেছে । খরচ বাদে লাভ বেশি হওয়াতে এ মৌসুমে সিরাজগঞ্জের উল্লাপাড়ার বোয়ালিয়া ১০ বিঘা জমিতে এই সুস্বাদু ফল চাষ হয়েছে। স্ট্রবেরি শুধু দেখতেই সুন্দর না, খেতেও সুস্বাদু আর গুণাগুণেও ভালো। গন্ধ, বর্ণ ও স্বাদে আকর্ষনীয় এই ফল। এই ফলের রস, জ্যাম, আইসক্রিম,ঔষধ এবং অনেক খাদ্য তৈরিতে ব্যাপকভাবে ব্যবহৃত হয়। সরেজমিনে গিয়ে দেখা যায় উল্লাপাড়া উপজেলায় তিনটি জাতের স্ট্রবেরি চাষ হয়েছে। এরমধ্যে রয়েছে উইডার ডোন,আমেরিকান ফেস্টিভ্যাল এবং রাবি ৩ জাতের স্ট্রবেরি। তবে আমেরিকান ফেস্টিভ্যাল জাতের স্ট্রবেরি চাষের ফলন ভালো হয়। তবে অত্যান্ত পুষ্টিগুণ সমৃদ্ধ এই ফলটি হাত বদলেই দ্বিগুণ দামে বিক্রি হচ্ছে বাজার গুলোতে। ক্রেতারা মাঠে কৃষকের কাছে থেকে আকার ভেদে ৩শ থেকে ৬শ টাকা কেজি স্ট্রবেরি কিনলেও বাজারে বিক্রি করছে ১ হাজার থেকে ১২ শ টাকা কেজি।সুস্বাদু এই ফলটি দ্বিগুণ দাম হওয়ার সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার বাইরে চলে গেছে । বোয়ালিয়া থেকে উল্লাপাড়ার দুরত্ব ১০ কিলোমিটার পরিবহন খরচ মাত্র ২০ টাকা তবুও সেখানে বিক্রি হচ্ছে ১ হাজার থেকে ১২শ টাকা কেজি দরে স্ট্রবেরি। এছাড়াও উল্লাপাড়ার স্ট্রবেরি বিক্রি হচ্ছে টাঙ্গাইল, পাবনা, রাজশাহী, নাটোর,বগুড়া এবং সিরাজগঞ্জের উল্লাপাড়া, শাহজাদপুর ও শহরে। দিগুণ দাম হলেও ক্রেতার চাহিদা রয়েছে অনেক বেশি। উল্লাপাড়া উপজেলার বোয়ালিয়া এলাকার স্ট্রবেরি চাষি ও উপসহকারি কৃষি কর্মকর্তা সারোয়ার হোসেন জানান তিনি আড়াই বিঘা জমিতে স্ট্রবেরি চাষ করেছেন। অক্টোবর মাসের শেষের দিকে চারা লাগালে ফেব্রুয়ারী মাস থেকে ফল আসা শুরু হয় এবং মার্চ মাস পর্যন্ত ফল পাওয়া যায়। বিঘা প্রতি ৬০ হাজার টাকা খরচ হলেও আয় হয় ২ লাখ টাকার বেশি। এছাড়াও এই ফলের চাহিদা বেশি কিন্তু তুলনামূলক ভাবে চাষ কম তাই দ্বিগুণ দাম হলেও ক্রেতারা কিনে খাচ্ছে।
পূর্বদেলুয়া গ্রামের স্ট্রবেরি বিক্রেতা সুজন মিয়া জানান তিনি শাহজাদপুর এবং টাঙ্গাইলে ১ হাজার টাকা থেকে ১২শ টাকা কেজিতে স্ট্রবেরি বিক্রি করে থাকেন। দাম একটু বেশি হলেও ক্রেতার চাহিদা রয়েছে। এ বিষয়ে উল্লাপাড়া উপজেলা কৃষি কর্মকর্তা সূবর্ণা ইয়াসমিন জানান সিরাজগঞ্জ জেলায় শুধুমাত্র উল্লাপাড়াতেই স্ট্রবেরি চাষ হয়ে থাকে। উল্লাপাড়ায় উর্বর দোআঁশ হওয়ায় এই মাটি স্ট্রবেরি চাষের উপযোগী। এবছর বাণিজ্যিক ভাবে আড়াই হেক্টর জমিতে স্ট্রবেরি চাষ হয়েছে। উপজেলা কৃষি অফিস থেকে বিভিন্ন পরামর্শ দেওয়া হচ্ছে এবং লাভজনক এই চাষে কৃষকদের উদ্ভুদ্ধ করা হচ্ছে।
সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।