পঞ্চগড়ে টিউবওয়েলের পানিতে চেতনানাশক মিশিয়ে বাসায় চুরি


সংবাদের আলো ডেস্ক: পঞ্চগড়ের তেঁতুলিয়ায় টিউবওয়েলের পানিতে চেতনানাশক মিশিয়ে একটি পরিবারের সদস্যদের অচেতন করে এক লাখ টাকা চুরির ঘটনা ঘটেছে। শুক্রবার (৭ মার্চ) রাতে উপজেলার শালবাহান ইউনিয়নের দাড়িয়াগছ গ্রামে ইজিবাইক চালক আব্দুল হামিদের বাড়িতে এ চুরির ঘটনা ঘটে। ভুক্তভোগী পরিবার ও স্থানীয়রা জানান, আব্দুল হামিদ ও তার পরিবারের সদস্যরা ইফতার করার সময় বাড়ির টিউবওয়েলের পানি পান করেন। এরপরই তারা শরীরে দুর্বলতা অনুভব করতে থাকেন। কিছুক্ষণ পর হামিদ ও তার ছেলে মেহেদী হাসান পাশের বাজারে গেলে সেখানে আরও অসুস্থ বোধ করেন। অন্যদিকে, বাড়িতে থাকা হামিদের স্ত্রী মালেকা বানু ও মেয়ে হিমা আক্তার হাবিবা গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে পড়েন।পরে হামিদ ও তার ছেলে ফিরে এসে দেখেন, ঘরের বক্স খাটের একটি ছোট টুল বক্সের তালা ভাঙা এবং সেখানে রাখা এক লাখ টাকা উধাও।মেহেদী হাসান জানান, বাদামের বীজ কেনাবেচার জন্য তারা ওই টাকা জমিয়ে রেখেছিলেন। চুরির বিষয়টি বুঝতে পেরে তারা দ্রুত প্রতিবেশীদের জানান। এই ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। তবে ভুক্তভোগী পরিবারের চার সদস্য বর্তমানে সুস্থ রয়েছেন। এই বিষয়ে তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনায়েত কবির বলেন, পুলিশ ঘটনাটি সম্পর্কে অবগত হয়েছে এবং তদন্ত শুরু করেছে। অভিযোগ পেলে যথাযথ আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। উল্লেখ্য, এর আগে গত ১ মার্চ তেঁতুলিয়ায় ডাকাতির ঘটনা ঘটে। যদিও সেই ঘটনায় ডিবি পুলিশ ৫ জনকে গ্রেফতার করতে সক্ষম হয়।
সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।