‘রহস্যময় জঙ্গলবাড়ি’ গ্রন্থ নিয়ে দুর্গাপুরে বসুন্ধরা শুভসংঘের পাঠচক্র


রাজেশ গৌড়, দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি: দেশবরেণ্য কথাসাহিত্যিক ইমদাদুল হক মিলনের “রহস্যময় জঙ্গলবাড়ি” বইটি নিয়ে নেত্রকোনার দুর্গাপুরে পাঠচক্র অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৭ মার্চ) সকালে বসুন্ধরা শুভসংঘ দুর্গাপুর উপজেলা শাখার আয়োজনে প্রেসক্লাব মিলনায়তনে এ পাঠচক্র ও সাহিত্য আড্ডা অনুষ্ঠিত হয়। এতে আলোচক হিসেবে ছিলেন দুর্গাপুর প্রেসক্লাবের সভাপতি ও কলেজ শিক্ষক তোবারক হোসেন খোকন, বসুন্ধরা শুভসংঘ উপজেলা শাখার উপদেষ্টা এস.এম রফিকুল ইসলাম,নির্মলেন্দু সরকার বাবুল,কলি হাসান,তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আকাশ তালুকদার ও কার্যকরী সদস্য সুমন রায়।বসুন্ধরা শুভসংঘ উপজেলা শাখার সভাপতি মো. জামাল তালুকদারের সভাপতিত্বে সাধারণ সম্পাদক ও কালের কণ্ঠ প্রতিনিধি আল নোমান শান্ত’র উপস্থাপনায় পাঠচক্রে অংশ নেন সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক রিফাত আহমেদ রাসেল, আহসানুর রহমান,সহ সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল মামুন,কামরুজ্জামান রাজু,দিবস সাহা,অর্থ সম্পাদক লুৎফর হাসান রুবেল,ইত্তেফাকের সাংবাদিক ধ্রুব সরকার,আনিসুল হক সুমনসহ অনেকেই।আলোচক দুর্গাপুর প্রেসক্লাবের সভাপতি ও কলেজ শিক্ষক তোবারক হোসেন খোকন বলেন, কিশোর উপন্যাস রহস্যময় জঙ্গলবাড়ি বইটিতে মূল চরিত্রে অর্ণব নামের সপ্তম শ্রেণীতে পড়ুয়া এক শিক্ষার্থী।
আমার সবচেয়ে ভালো লেগেছে শিক্ষক ও ছাত্রের যে বন্ধনের বিষয়টি। এই বইটি পড়ার পর আমাদের ভাবনার দিগন্তকে প্রসারিত করবে। বসুন্ধরা শুভ সংঘের উপজেলা শাখার তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আকাশ তালুকদার বলেন, ইমদাদুল হক মিলন রচিত কিশোর উপন্যাস ‘রহস্যময় জঙ্গলবাড়ি’ কিশোর মনে এক অদ্ভুত রোমাঞ্চকর অনুভূতির সৃষ্টি করে। একজন কিশোরের কিডন্যাপ হওয়ার বিষয়টি যেমন সমাজের একটি অপরাধ কর্মকাণ্ডের ইঙ্গিত দেয় তেমনি কিশোর বয়সে অতি উৎসাহী হয়ে যেকোনো কাজ বুঝেশুনে করারও ইঙ্গিত দিয়ে থাকে। উপন্যাসটি একদিকে যেমন রোমাঞ্চকর অন্যদিকে রূপকথার এক অলৌকিক কাহিনি নির্ভর।
এই উপন্যাসটি আমাদের পারিবারিক বন্ধন,বন্ধুত্বের দৃঢ়তা এবং শিক্ষক ও ছাত্রের মাঝে গভীর মমতা এবং হৃদয়স্পর্শী সম্পর্কের বার্তা দিয়ে থাকে। বসুন্ধরা শুভ সংঘের উপজেলা শাখার সভাপতি মো. জামাল তালুকদার সবাইকে ধন্যবাদ ও আন্তরিক শুভেচ্ছা জানিয়ে বলেন, এ পাঠচক্র আমাদের সাহিত্যের প্রতি আরও আগ্রহী করে তুলবে এবং আমাদের চিন্তাভাবনার পরিধি বাড়াবে। এমন আয়োজন আমরা অব্যাহত রাখতে চাই।
সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।