শনিবার, ২২শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

শিরোনাম

কৃষিতে সফল হোসেনপুরের শিক্ষিত যুবক রেদুয়ান

রুবেল হোসাইন, কিশোরগঞ্জ প্রতিনিধি: উচ্চ শিক্ষিত যুবক মো. রেদুয়ান মোল্লা। মাদরাসা থেকে ফাজিল শেষ করেছেন।পড়ালেখা শেষ করে তার বন্ধু-বান্ধব যখন চাকরির খোঁজে ব্যস্ত, তখন তিনি কৃষিতে মনোনিবেশ করে সফলতার মুখ দেখেছেন। বাড়ির পাশের পতিত জমিতে শসা আবাদ করে সফল হয়েছেন রেদুয়ান। এবার বাজারে শসার ভালো দাম থাকায় লাভবান হচ্ছেন তিনি। কিশোরগঞ্জের হোসেনপুর পৌরসভার ৪ নং ওয়ার্ডের মোল্লাবাড়ি এলাকার যুবক মো. রেদুয়ান মোল্লা এবার ২৬ শতক জমিতে শসার আবাদ করেছেন। এদিকে কৃষি জমিতে শাক-সবজি চাষে সফল হওয়ায় এলাকার বেকার যুবকরাও তাকে দেখে আত্মনির্ভর সফল উদ্যোক্তা হওয়ার স্বপ্ন দেখছেন। জানা গেছে, রেদুয়ান মোল্লা পড়ালেখার ফাঁকে ফাঁকে তার পিতাকে কৃষিতে সহযোগিতা করতেন৷ সে থেকেই তিনি কৃষিতে আগ্রহী হয়ে উঠেন৷ এবার তিনি বাড়ির পাশের ২৬ শতক জমিতে এয়ার মালিক সিডের হাইব্রিড জাতের শসা আবাদ করেছেন। বর্তমানে বাজারে শসা ৫০-৬০ টাকা কেজি ধরে বিক্রি হচ্ছে। পাইকারী দরে মন প্রতি বিক্রি হচ্ছে ১৬০০-১৮০০ টাকায়। তিনি এবার দেড় থেকে দুই লক্ষাধিক শসা বিক্রি করতে পারবেন বলে আশাবাদী। রেদুয়ান মোল্লা বলেন,’কয়েক বছর আগে কৃষি বিষয়ে দুইটি প্রশিক্ষণ গ্রহণ করেছি। এরপর থেকে সিডলেস লেবু, বেগুন চাষ করেছি। বর্তমানে শসার প্রজেক্ট নিয়ে কাজ করছি। দুই-তিন দিন পর পর ৭ থেকে ৮ মন করে শসা সংগ্রহ করা যায়। এ পর্যন্ত প্রায় ১৫০ মনের মতো শসা বিক্রি করা হয়েছে। ভবিষ্যতে বড় পরিসরে কৃষি নিয়ে কাজ করার ইচ্ছা আছে বলেও জানান তিনি।’ রেদুয়ানের বাবা জালাল উদ্দিন মোল্লা বলেন, ‘আমার ছেলে লেখাপড়া করে ভালো একটা চাকরি করবে এটা সব বাবা মা’র ইচ্ছা। ছেলে যখন চাকরির পেছনে না ছুটে কৃষি কাজ শুরু করে প্রথমে মন খারাপ হলেও এখন ভালো লাগে- আমার ছেলে একজন সফল উদ্যোক্তা। শুধু চাকরি করেই যে টাকা উপার্জন করতে হবে-সেই ধারণা আমার ছেলে বদলে দিয়েছে।’ স্থানীয় কৃষক আলহাজ ভুইঁয়া বলেন, ‘তিনি দুইবছর ধরে শসা চাষ করছেন। আমরা প্রায় সময়ই তার কাছ থেকে পরামর্শ নিতে আসি। তাকে দেখে আমরাও কৃষিতে মনোনিবেশ করেছি।উচ্চ শিক্ষিত যুবক তিনি৷ চাকুরী না করে তার কৃষিতে কাজ আমাদের উৎসাহ দেয়।‘ উপজেলা কৃষি কর্মকর্তা একে এম শাহজাহান কবির বলেন,’মাঠ পর্যায়ে কৃষি অফিস সার্বক্ষণিক কৃষকদের পরামর্শ দিয়ে আসছেন। বর্তমানে সাধারণ কৃষকদের পাশাপাশি রেদুয়ান মোল্লাদের মতো উচ্চ শিক্ষিত যুবকরা কৃষিতে মনোনিবেশ করছেন, যা দেশের কৃষিকে এগিয়ে নিতে যথেষ্ট ভূমিকা রাখবে।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়