বুধবার, ২৬শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

শিরোনাম

না.গঞ্জে ঝুট ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০

সংবাদের আলো ডেস্ক: নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে আদমজী ইপিজেডের ঝুট ব্যবসা নিয়ন্ত্রণকে কেন্দ্র করে বিএনপির দু’গ্রুপের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ সংঘর্ষে সাংবাদিক সহ উভয়পক্ষের ১০ জন আহত হয়েছে। এসময় গুলিবর্ষণের পাশাপাশি কয়েকটি মোটরসাইকেল আগুন দেয়া হয়। বৃহস্পতিবার (৬ মার্চ) বিকেল ঘন্টাব্যাপী সংঘর্ষে চলে। খবরপেয়ে সেনাবাহিনী ও পুলিশ ধাওয়া দিয়ে উপস্থিতিতে নিয়ন্ত্রণে আনে। জানা যায়, আদমজী ইপিজেডের ইউনিভার্সেল নামে একটি গার্মেন্টসে বিএনপি নেতা রুহুল আমিন ঝুট নামাতে গেলে নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের সাবেক সভাপতি রাকিবুর রহমান সাগর ও তাঁর লোকজন রুহুলকে বাঁধা দেয়। এতে উভয়পক্ষের মধ্যে হাতাহাতি এক পর্যায়ে সংঘর্ষ বেঁধে যায়।এতে গুলিবর্ষণ সহ ব্যাপক সংঘর্ষে উভয়পক্ষের ১০জন আহত হয়। এসময় ৬টি মোটরসাইকেল পুড়িয়ে ও কয়েকটি ভাংচুর করে এবং দোকানে আগুন দেয়। সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শাহিনূর আলম জানান, ইপিজেডের ঝুট ব্যবসা নিয়ন্ত্রণকে কেন্দ্র করে দু’গ্রুপের সংঘর্ষে কয়েকজন আহত ও মোটরসাইকেলে আগুন দেয়। পরে সেনাবাহিনী এবং অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় কাউকে আটক করা হয়নি।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়