বুধবার, ২৬শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

শিরোনাম

পূর্বধলায় পুলিশের সহযোগিতায় নিখোঁজ মাদ্রাসা শিক্ষার্থীকে ফিরে পেল পরিবার

আব্দুল্লাহ আল মামুন, পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি: নেত্রকোনার পূর্বধলায় নিখোঁজ মাদ্রাসা পড়ুয়া শিক্ষার্থী মারুফুল হাসান আশফাক (১৩) নিখোঁজের ৪ দিন পর পুলিশের সহযোগিতায় ফিরে পেয়েছে পরিবার। গতকাল বুধবার (০৫ মার্চ) পূর্বধলা থানার সাব-ইন্সপেক্টর (এসআই) হাবিবের নেতৃত্বে চৌকস টিম উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করেছে। বিষয়টি নিশ্চিত করেছেন পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রিয়াদ মাহমুদ। মারুফুল হাসান আশফাক পূর্বধলা উপজেলা সদরের ইউনিয়নের রাজপাড়া গ্রামের আব্দুল হালিমের ছেলে। পিতা আব্দুল হালিম জানান, গত শুক্রবার (০১ মার্চ) বিকালে মাদ্রাসা যাওয়ার পথে নিখোঁজ হয়। ছেলের খোঁজ পেতে আত্মীয়-স্বজন থেকে শুরু করে সকল জায়গায় খোঁজ নেই, ছেলেকে কোথাও না পেয়ে (০৩ মার্চ) পূর্বধলা থানায় নিখোঁজের ডায়েরি করি।পরবর্তীতে পূর্বধলা থানা পুলিশের  বুদ্ধিমত্তা ও আধুনিক যন্ত্রের ব্যবহারের মাধ্যমে ছেলেকে উদ্ধার করতে সক্ষম হয়।  ওসি রিয়াদ মাহমুদ জানান, মারুফ আরেক মাদ্রাসা পড়ুয়া বন্ধুর কাছে পরিবারের কাউকে না জানিয়ে চলে যায়। পরবর্তীতে একটি ফোন কলের সূত্র ধরে প্রযুক্তির সহায়তায় ফোন ট্র্যাকিং এর মাধম্যে নিখোঁজ মারুফুল হাসান আসফাক কে সিলেট জেলার শাহপরান থানার খাদিম নগর এলাকা থেকে উদ্ধার করে তাকে পরিবারের কাছে স্থানান্তর করা হয়েছে।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়