শনিবার, ২২শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

শিরোনাম

সাটুরিয়ায় বাসস্ট্যান্ড পুনঃপ্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন

সাটুরিয়া (মানিকগঞ্জ) প্রতিনিধি: মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় বাসস্ট্যান্ড পুনঃপ্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী।

বুধবার (৫ মার্চ) দুপুর ১টায় সাটুরিয়া সদর এলাকায় প্রধান সড়কে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়, যেখানে শতাধিক মানুষ অংশগ্রহণ করেন। মানববন্ধনে বক্তারা জানান, দীর্ঘ ২৮ বছর ধরে সাটুরিয়া সরকারি আদর্শ পাইলট উচ্চ বিদ্যালয়ের সামনে বাসস্ট্যান্ডটি কার্যকর ছিল, যা সাধারণ যাত্রী, ব্যবসায়ী ও চাকরিজীবীদের জন্য অত্যন্ত সুবিধাজনক ছিল।

তবে, চার বছর আগে এটি অপসারণ করায় যাত্রীসাধারণকে নানা দুর্ভোগ পোহাতে হচ্ছে। বিশেষ করে শিক্ষার্থী, বৃদ্ধ ও কর্মজীবীদের চলাচলে মারাত্মক অসুবিধার সৃষ্টি হয়েছে। স্থানীয়রা জানান, বাসস্ট্যান্ড পুনঃপ্রতিষ্ঠার দাবিতে তারা ৮০০ মানুষের গণস্বাক্ষর সংগ্রহ করে উপজেলা প্রশাসনের কাছে জমা দিয়েছেন।

দ্রুত ব্যবস্থা নেওয়া না হলে পরবর্তী সময়ে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলে হুঁশিয়ারি দেন তারা। স্থানীয় বাসিন্দা রায়হান মিয়া বলেন, সাটুরিয়ায় নির্দিষ্ট বাসস্ট্যান্ড না থাকায় যত্রতত্র বাস থামে, ফলে যানজট ও দুর্ঘটনার আশঙ্কা বাড়ছে। এতে সাধারণ মানুষ চরম দুর্ভোগের মুখে পড়েছেন।

এ বিষয়ে সাটুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ইকবাল হোসেন বলেন, “বাসিন্দাদের দাবিটি গুরুত্বসহকারে বিবেচনা করা হবে এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়