শেরপুরে জমিসংক্রান্ত বিরোধের জেরে বাড়ি-ঘরে হামলা-ভাংচুর, আহত ৫


শেরপুর প্রতিনিধি: শেরপুরে জমিসংক্রান্ত বিরোধের জের ধরে হামলা, ভাংচুর ও ৫ জনকে পিটিয়ে আহত করার ঘটনা ঘটেছে। ৩ মার্চ সোমবার সকালে সদর উপজেলার কামারেরচর ইউনিয়নের প্রত্যন্ত ৭নং চর গ্রামে ওই ঘটনা ঘটে।
এ ঘটনায় ওই গ্রামের মৃত ইদ্রিস মন্ডলের ছেলে ভুক্তভোগী মগরিব মিয়া বাদী হয়ে সদর থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগ সূত্রে জানা যায়, বেশ কিছুদিন যাবত মগরিব আলীর পৈত্রিক সূত্রে প্রাপ্ত স্বত্বদখলীয় ৮১ শতাংশ জমি জোরপূর্বক দখলের চেষ্টা করে আসছে কামারেরচর ইউনিয়নের ৭নং চর গ্রামের মৃত শরাফত আলীর ছেলে আনিস মিয়া, সাহেব আলীর ছেলে কবির মিয়া, ইলিয়াস মিয়া গংরা। এরই জের ধরে সোমবার সকালে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে জোরপূর্বক ওই জমিতে প্রবেশ করে আনিস, কবির, ইলিয়াস, বাদশা, ফারুক, হারুন, আলম, রেজ্জাক, সাত্তার, আয়েব আলীসহ ২৫/৩০ জন ব্যক্তি। ওইসময় মগরব মিয়া ও তার স্বজনরা বাঁধা দিলে তাদের বেধরক মারপিট শুরু করে তারা
এতে আহত হন মগরব মিয়া, ছাবিনা আক্তার, রোমন মিয়া, এমাজ আলী ও মামুন মিয়া। পরে তাদের ডাকচিৎকারে স্থানীয় গিয়ে তাদের উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে যায়। পরে এ ঘটনায় মগরব মিয়া বাদী হয়ে সদর থানায় আনিস মিয়াসহ ১৭ জনকে স্বনামে এবং অজ্ঞাতনামা আরও ১০/১৫ জনকে আসামি করে থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন। তবে এখন পর্যন্ত কেউ গ্রেপ্তার হয়নি। এবিষয়ে শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুবায়দুল আলম জানান, ইতিমধ্যে মামলার তদন্তকারী কর্মকর্তা হাসপাতালে গিয়ে আহতদের খোঁজ খবর নিয়েছে।
৭নং চরের গন্ডগোলের বিষয়টি নিয়ে পুলিশ কাজ করছে। তদন্তের পর দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।