গণহত্যা ও স্বাধীনতা দিবস নিয়ে নেত্রকোনায় প্রস্তুতি সভা


নেত্রকোনা প্রতিনিধি: ২৫ মার্চ গণহত্যা দিবস ও ২৬ মার্চ স্বাধীনতা দিবস উপলক্ষে জেলা প্রশাসনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার(০৫ মার্চ) সকাল সাড়ে ১০ টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রস্তুতি সভায় মুক্তিযোদ্ধা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীসহ ছাত্র সংগঠন, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসক বনানী বিশ্বাসের সভাপতিত্বে রমজানের পবিত্রতা বজায় রেখে আয়োজন করার প্রতি ধর্মীয় নেতারা পরামর্শ প্রদান করেন। গত ১৬ ডিসেম্বর কুচকাওয়াজ অনুষ্ঠান বন্ধ থাকায় মোক্তারপাড়া মাঠে বিজয় দিবস পালিত হলেও এবার কুচকাওয়াজ হওয়ার সিদ্ধান্তে সাতপাই আধুনিক স্টেডিয়াম মাঠে স্বাধীনতা দিবসের অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।
এছাড়াও গ্রামীণ খেলাধুলাসহ চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতার আয়োজন করা হয়। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অংশগ্রহণে এগুলো অনুষ্ঠিত হবে।
পাশাপাশি ধর্মীয় প্রতিষ্ঠানগুলোতে দোয়া প্রার্থনা করা হবে।
প্রস্তুতি সভায় উপস্থিত অনেকেই স্বাধীনতার ঘোষক হিসেবে শহীদ জিয়ার প্রদান করা স্বাধীনতা ঘোষণাটি প্রচারের জন্য অনুরোধ করেন। এছাড়াও ২৫ মার্চ গণহত্যা দিবস ও ২৬ মার্চ স্বাধীনতা দিবসের অনুষ্ঠান সূচী ও জাতীয় পর্যায়ে পালনের নিয়মনীতি নিয়ে আলোচনা করা হয় এবং সকলের উন্মুক্ত আলোচনায় নেত্রকোনায় পালনের ক্ষেত্রে কিছু সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।