উল্লাপাড়া মৃত ব্যক্তির নামে সেচ পরিচালনার অভিযোগ,দুটি সেচের দুরত্ব ১৫ ফিট


রায়হান আলী, উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের উল্লাপাড়ায় মৃত ব্যক্তির নাম ব্যবহার করে সেচ পরিচালনা করার অভিযোগ উঠেছে। জানা যায় উপজেলার কানসোনা গ্রামের রহমত আলী নামে এক ব্যক্তি মাঠে বিদ্যুৎ চালিত সেচের লাইসেন্স ছিলো । ২০১০ সালে তিনি মারা যাওয়ার পর নিয়মবহির্ভূত ভাবে একই এলাকার আব্দুস ছামাদের ছেলে জয়নাল আবেদীন ওয়ারিশ না হয়েও রহমান আলীর সেচ লাইসেন্স ক্রয় করেন এবং অন্যের জমিতে সেচ স্থাপন করে পরিচালনা করছেন। সেচ নীতিমালা অনুযায়ী সেচ লাইসেন্স হস্তান্তর করার নিয়ম না থাকলেও জয়নাল আবেদীন মৃত ব্যক্তির সেচ নিজে পরিচালনা করছে। এবং সেচ পরিচালনা করতে নিজের জমি থাকতে হবে, তার নিজের ও জমি নেই।এই জয়নাল আবেদীন এর সেচের ১৫ ফিট পাশেই রয়েছে তারা তাঁরা মিয়া নামে এক ব্যক্তির নলকূপ। নিয়মানুযায়ী ৮০০ মিটার দুরত্ব উল্লেখ থাকলেও এই মাত্র ১৫ ফিট দুরত্বে কিভাবে সেচ পরিচালনা করছে তা নিয়ে নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর আবেদন করেছে কানসোনা গ্রামের নুর উদ্দিন। নুর উদ্দিন জানান জয়নাল আবেদীন এর নিজের নামে সেচ লাইসেন্স নেই সে মৃত্যু ব্যক্তির নামে সেচ পরিচালনা করছে, এছাড়াও তাঁরা মিয়া এবং জয়নাল আবেদীন এর সেচের দুরত্ব মাত্র ১৫ ফিট, একই জায়গায় অন্যের জমিতে নলকূপ স্থাপন করে কিভাবে পরিচালনা করতে পারে এজন্য একটি লিখিত অভিযোগ করা হয়েছে।
এ বিষয়ে অভিযুক্ত সেচ মালিক জয়নাল আবেদীন দাবি করেন মৃত ব্যক্তির লাইসেন্স তিনি নিজ নামে করেছেন, এছাড়া পাশাপাশি দুটি সেচ পরিচালনার বিষয়ে তিনি বলেন এটা তাদের নিজেদের তাই কোন সমস্যা হচ্ছে না। এ বিষয়ে বিএডিসি কর্মকর্তা শাহী আমিন জানান আমরা একটি অভিযোগ পেয়েছি তদন্ত পূর্বক ব্যবস্থা নেওয়া হবে।
সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।